এস সোনার দেশে রণবেশে
সুখের দেশে চলে যাই ॥ (৫বার প্রথমে)
(মোরা) দরিয়া মাঝারে তুফানে কি ঝড়ে
বাদলে ভয় করিনা ভাই ॥ (২)
মহব্বতের বাদামে ঈসা বন্ধু নামে
হেলে দুলে মোরা বৈঠা বাই (২)
তুলে জয়েরই পতাকা ঈসা নাম আঁকা
বাজিয়ে ডঙ্কা চলেছি ভাই ॥ (২)
উজানে কি বামে অতি প্রাণপণে
পাড়ি দিয়ে পিছে নাহি চাই (২)
মোরা চলেছি যাত্রি অন্ধকার রাত্রি
দোজখ ভয় এড়ায়ে ভাই ॥ (২)
এ ঘোর আঁধারে হানিছে হুঙ্কার
যত শয়তান রণে ভাই (২)
তুলে সলিব তরবারী, যাব ত্বরা করি
কোন শত্রুকে নাহি ডরাই ॥ (২)
দেখগো চাহিয়া পরাণ ভরিয়া
সোনার ঘাটের আলোটি ভাই (২)
মোরা ঘন বৈঠা ফেলে আল্লাহ্ আক্বার বলে
মোকাদ্দসে নাও লাগাই (২)”