সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আনন্দের গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
পরিবর্তন নূতন জন্মের পরে (৩)
আমার পরিবর্তন হয়েছে ॥
আগে যে গান গাইতাম এখন গাই না (৩)
আমার পরিবর্তন হয়েছে ॥
যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই (৩)
আমার পরিবর্তন হয়েছে ॥
ঈসা আমার পাপের জন্য (৩)
ক্রুশে মরণ ভুগেছেন ॥
ঈসার জন্য আমি সাক্ষ্য দিব (৩)
আমার পরিবর্তন হয়েছে ॥
ঈসা মসীহ্ শীঘ্রই আসছেন (৩)
তোমরা প্রস্তুত হও সবে ॥”