ওগো প্রভু দয়াময় করুণা কর এই পাপীরে (২বার প্রথমে)
করুণাময় ঐ নামে ক্ষম অধম পাপীরে
ঐ নাম ছাড়া পাপীর কোন গতি নাই নাই গতি নাই ॥
ওগো ক্ষমার সাগর ক্ষমা চায় এই গুনাহ্গার
গুনাহের কালিমা মোর মুছে দাও (২)
আমার গুনাহের বিবরণ জান তুমি মেহেরবান (২)
আমি আমার অপরাধতো ভুলি নাই নাই ভুলি নাই ॥
তোমার বিরুদ্ধে খোদা গুনাহ্ করেছি সদা
নেক কাজতো এ গুনাহ্গার করে নাই (২)
জন্ম থেকে আজবধি পাপ করেছি নিরবধি (২)
আমলনামায় ছোয়াব কিছু জমা নাই নাই জমা নাই ॥
মায়ের গর্ভর শুরু থেকে পাপ কালিমা গায়ে মেখে
গুনাহ্ নিয়ে জন্মিলাম এই দুনিয়ায় (২)
রহমত করিয়া ওরে নাজাত দেওগো এই পাপীরে
করুণাময় নামে তুমি পানা দাও দাও পানা দাও ॥”
ওগো প্রভু দয়াময় করুণা কর এই পাপীরে
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৫১
গানের বিষয়:
ধরণ:পল্লীগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া