মনের আনন্দে
আজ ডাকি তোমারে ॥ (২)
ওহে ঈসা দয়াময়,
যারা তোমার দয়া পায়
তারা ধন্য হয় এই সংসারে ॥
আমার নয়নের জল,
তুমি কখন এসে মুছে দিলে
আমি জানিনা দয়াল। (২)
এখন যে দিকেতে চাই,
সুখের কুল কিনারা নাই
সংসার ভরা সুখের জোয়ারে ॥
আমার জীর্ণ তরী-মাঝে
কখন এসে দাঁড়ালে হে
তুমি ভবের কান্ডারী। (২)
এখন নাই আর কোন ভয়,
ঐ যে সামনে দেখা যায়
তোমার সোনারপুরী অদূরে ॥
শুনি চারিদিকে
তোমার মধুর নামের মঙ্গলধ্বনি
কেবল থেকে থেকে। (২)
আমি ভরিয়া পরাণ,
গাব ঈসা নামের গান,
বড় আশা আছে অন্তারে ॥
করি এই প্রার্থনা
তুমি থেকো সদা হৃদয় মাঝে
দয়াল দূরে যেও না। (২)
আমার নাই সাধন ভজন
দিও নিজ গুণে চরণ
চরণ ছাড়া কোরো না মোরে ॥”
মনের আনন্দে আজ ডাকি তোমারে
সুরকার: শরৎ কর্মকার
সম্পর্কিত আয়াত: —
গানের বিষয়: শুকরিয়া
ধরণ:
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্ মঙ্গলময়