খোদা মাত্র একজনই আছেন
এবং খোদা এবং মানুষের
মধ্যস্থ মাত্র একজনই আছেন
সেই মধ্যস্থ মানুষ মসীহ্ ঈসা।
তিনি সমস্ত মানুষের মুক্তির মূল্য হিসাবে
নিজের জীবন দিয়েছিলেন।
লা শারিক খোদা ওগো
তুমি ছাড়াতো ইলাহ্ নাই ॥ (২)
খালেক তুমি মালেক তুমি (২)
জলিল তুমি জব্বার তুমি (২)
আদি তুমি শেষ তুমি
তাইতো তোমার গজল গাই ॥
রূহে মৃত পাপী বান্দা (২)
মোদের তুমি করতে জিন্দা (২)
মনোনীত করলে যারে
তিনিও তো একজনাই ॥
মোদের পাপের ঋণ শোধিতে (২)
সুপলে যারে মৃত্যুর হাতে (২)
তিনিওতো একইজনা
ঈসা ছাড়া আরতো নাই ॥
কালেমাতুল্লাহ্ ঈসা মসীহ্ (২)
রূহলুল্লাহ্ ঈসা মসীহ্ (২)
নাজাতদাতা ঈসা বিনে
ত্রিভুবনে কোথায় পাই ॥”