লা শারিক

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

খোদা মাত্র একজনই আছেন
              
এবং খোদা এবং মানুষের
              
মধ্যস্থ মাত্র একজনই আছেন
              
সেই মধ্যস্থ মানুষ মসীহ্‌ ঈসা।
              
তিনি সমস্ত মানুষের মুক্তির মূল্য হিসাবে
              
নিজের জীবন দিয়েছিলেন।

              
লা শারিক খোদা ওগো
              
 
       তুমি ছাড়াতো ইলাহ্‌ নাই ॥ (২)

              
খালেক তুমি মালেক তুমি (২)
              
 
       জলিল তুমি জব্বার তুমি (২)
              
আদি তুমি শেষ তুমি
              
তাইতো তোমার গজল গাই ॥

              
রূহে মৃত পাপী বান্দা (২)
              
মোদের তুমি করতে জিন্দা (২)
              
মনোনীত করলে যারে
              
 
       তিনিও তো একজনাই ॥

              
মোদের পাপের ঋণ শোধিতে (২)
              
সুপলে যারে মৃত্যুর হাতে (২)
              
তিনিওতো একইজনা
              
ঈসা ছাড়া আরতো নাই ॥

              
কালেমাতুল্লাহ্‌ ঈসা মসীহ্‌ (২)
              
রূহলুল্লাহ্‌ ঈসা মসীহ্‌ (২)
              
নাজাতদাতা ঈসা বিনে
              
ত্রিভুবনে কোথায় পাই ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।