কত অপরূপ কার্য ঈসা করলেন এ জগতে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক বাংলা প্রসংশার গান
তাল:কাহারবা+ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

কত অপরূপ কার্য
              
ঈসা করলেন এ জগতে
              
কত অপরূপ কার্য
              
স্রষ্টা হয়ে সৃষ্টরূপে
              
 
       অবতার নরদেহেতে (২)
              
কত অপরূপ কার্য।

              
অন্ধ খঞ্জ নুলা যত
              
 
       আরো যত ভুতাশ্রিত (২)
              
কুষ্ঠরোগী কত শত (২)
              
মুক্ত কৈলেন নিজ বলেতে।
              
কত অপরূপ কার্র্য।

              
বোবা বধির যত ছিলো,
              
 
       বলতে শুনতে শক্তি পেলো (২)
              
পঞ্চরুটি ভোজ হইল (২)
              
খাইলো পঞ্চসহস্রেতে
              
কত অপরূপ কার্র্য।

              
সমুদ্রের জলোপরি
              
 
       পদব্রজে গমন করি (২)
              
ধমনে বায়ূ নিবারি (২)
              
শকতি দেকান জগতে।
              
কত অপরূপ কার্র্য।

              
মৃতে জীবন দান করি
              
 
       হইলেন মৃত্যুহারী (২)
              
এ প্রকার ভুরি ভুরি (২)
              
লিখিত আছে কিতাবেতে।
              
কত অপরূপ কার্র্য। (৩)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।