কি খেয়ে তুমি বাঁচিবে কি পরে দহ ঢাকিবে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৬:২৫-৩৪
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

একদিন খোদার মসীহ্‌ গালীলের পাহাড়ে বসে আছেন
              
সামনে তাঁহার সহাবায়ে কেরামগণ,
              
তখন খোদার মনোনীত নাজাতদাতা
              
সাহাবীদেরকে কি বলে হেদায়েত
              
দান করছিলেন তা কি জান তোমরা?

              
(মুখ) কি খেয়ে তুমি বাঁচিবে কি পরে দহ ঢাকিবে
              
 
        সে বিষয় চিন্তা করনা, সে বিষয় চিন্তা করনা ॥ (২)

              
জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার সেতো নয়তো নয় (২)
              
দেহটা কেবল কাপড়ের জন্যে সৃষ্টি কভু নয় সে নয় (২)
              
বনের পাখীদের দেখ তারা বীজও বপন করেনা
              
 
       তারা ফসল কভু কাটেনা
              
 
        তবু খোদা তাদের আহার যোগান ॥ (২)

              
কাপড় চোপড়ের জন্যে কেন তোমরা চিন্তা কর?
              
মাঠের ফুলগুলির কথা ভাবিয়া দেখ
              
সেগুলি কেমন করিয়া বাড়িয়া উঠে
              
তাহারা পরিশ্রম করেনা সুুতাও কাটেনা
              
কিন্তাু আমি তোমাদেরকে বলিতেছি
              
সোলায়মান নবী এতো জাক জমকের মধ্যে থাকিয়াও
              
এইগুলির একটার মত নিজেকে সাজাইতে পারেন নাই।
              
মাঠের যে ঘাস আজ আছে
              
আর আগামীকাল তাহা চুলায় ফেলিয়া দেওয়া হইবে
              
তাহা যখন খোদা এইভাবে সাজান
              
তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাইবেন
              
তাহাতে কোনই সন্দেহ নাই।

              
তোমাদের যাহা প্রয়োজন
              
 
       তাহা প্রমময় খোদাতো জানেন
              
 
        তাই সে বিষয় তুমি ভেবনা। (২)
              
তোমরা প্রথম খোদার রাজ্যের বিষয়েতে ব্যস্তহও (২)
              
খোদার ইচ্ছামত তোমরা জীবন যাপন করে যাও (২)
              
তাহলে তোমাদের খোদা তোমাদের যা যা প্রয়োজন
              
 
       তাহা তোমাদেরকে দিবেন
              
 
        তাহাতে সন্দেহ নাই নাই ॥ (২)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।