হে আমাদের আসমানী পিতা
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক
তোমার রাজ্য আসুুক
পবিত্র বলিয়া মান্য হোক ॥
তোমার ইচ্ছা বেহেস্তে তেমনি দুনিয়াতে (২)
পূর্র্ণ হোক, পূর্র্ণ হোক (২)
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
যে খাবার আমাদের দরকার
তাহা আজ আমাদের দাও (২)
আমাদের দাও, আমাদের দাও (২)
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
যাহারা মোদের উপর অন্যায় করে
আমরা যেমন তাদের ক্ষমা করিয়াছি
তুমিও তেমনি মোদের ক্ষমা কর
ক্ষমা কর, ক্ষমা কর (২)
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
শয়তানের পরীক্ষায় মোদের পরিতে দিওনা
বরং তাহা হতে মোদের রক্ষা কর
রক্ষা কর, রক্ষা কর (২)
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥”
হে আমাদের আসমানী পিতা
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৬:৯-১৩
গানের বিষয়: মুনাজাত,
ধরণ:গজল
তাল:দাদরা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে