এসো সোনার দেশে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:কীর্তন
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

এস সোনার দেশে রণবেশে
              
 
       সুখের দেশে চলে যাই ॥ (৫বার প্রথমে)

              
(মোরা) দরিয়া মাঝারে তুফানে কি ঝড়ে
              
 
       বাদলে ভয় করিনা ভাই ॥ (২)

              
মহব্বতের বাদামে ঈসা বন্ধু নামে
              
 
       হেলে দুলে মোরা বৈঠা বাই (২)
              
তুলে জয়েরই পতাকা ঈসা নাম আঁকা
              
 
       বাজিয়ে ডঙ্কা চলেছি ভাই ॥ (২)

              
উজানে কি বামে অতি প্রাণপণে
              
 
       পাড়ি দিয়ে পিছে নাহি চাই (২)
              
মোরা চলেছি যাত্রি অন্ধকার রাত্রি
              
 
       দোজখ ভয় এড়ায়ে ভাই ॥ (২)

              
এ ঘোর আঁধারে হানিছে হুঙ্কার
              
 
       যত শয়তান রণে ভাই (২)
              
তুলে সলিব তরবারী, যাব ত্বরা করি
              
কোন শত্রুকে নাহি ডরাই ॥ (২)

              
দেখগো চাহিয়া পরাণ ভরিয়া
              
 
       সোনার ঘাটের আলোটি ভাই (২)
              
মোরা ঘন বৈঠা ফেলে আল্লাহ্‌ আক্‌বার বলে
              
 
       মোকাদ্দসে নাও লাগাই (২)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।