ধন্য সে ধন্য ধন্য হল
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥
ধন্য সে ধন্য ধন্য হল
পাপীদের পথে যে চলেনা ।
ধন্য সে ধন্য ধন্য হল
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥
গীবতকারীর মজলিসে যেই জন
বসে নাকো কভু সেই ভাল জন (২)
কিন্তু যে জন মাবুদের ইচ্ছাতে (২)
আমোদ করে দিবা রাত্র
ধন্য তাকে ধন্য বল ॥
সে হইবে সেই গাছের মত
যার পাশ দিয়ে বহে জলস্রোত। (২)
যার পাতা কভু হয় নাকো ম্লান (২)
সময় মত সে যে করে ফল দান
ধন্য তাকে ধন্য বল ॥
যাহা কিছু মনে সে করে বাসনা
তাহাতেই তৃপ্ত হয় রসনা। (২)
দুষ্টেরা কভু সেরকম নয় (২)
তারা তুষের মত উড়ে যাবে।
মুমিনের পথ কভু পাপী পাবেনা ॥”