All posts by জাহাঙ্গীর

চিরকাল প্রশংসা সম্মান

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: প্রকাশিত কালাম ৫:১৩
গানের বিষয়: প্রশংসা, কোরবানী, আল্লাহ্‌র মহিমা ও ক্ষমতা,
ধরণ:আধুনিক প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

চিরকাল প্রশংসা সম্মান গৌরব আর ক্ষমতা
              
 
       তাঁহার এবং সেই মেষ শিশুরই হউকনা
              
 
        সিংহাসনের উপর যিনি আছেন বসিয়া
              
 
        আছেন বসিয়া ॥ (২)

              
যে মেষ শিশুকে মারিয়া ফেলা হইয়াছিল,
              
 
       তিনি ক্ষমতা ধন জ্ঞান শক্তিপাবার যোগ্য। (২)
              
সম্মান গৌরব, প্রশংসা সব তাঁহারই হউকনা
              
 
       সিংহাসনের উপর যিনি আছেন বসিয়া
              
 
        আছেন বসিয়া ॥”

আর কোন নাম নাই

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনাগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

আর কোন নাম নাই,
              
 
       যে নামে জীবন পাই ॥ (২)

              
রূহের দানে হয় ভরপুর (২)
              
সেই ঈসা নাম কত সুমধুর (২)
              
রূহের দানে হয় ভরপুর ॥ (২)

              
এস ঈসার কাছে হেথা শান্তি আছে (২)
              
হেথা শান্তি নদে বহে ত্রাণ
              
তাঁর কাছে আছে সব সমাধান ॥ (২)

              
ওহে পরিশ্রান্তা কেন ভারাক্রান্তা (২)
              
তুমি ঈসাকে কর পরিধান
              
তাঁর কাছে আছে সব সমাধান ॥ (২)

              
লহ সলিব তুলে চল সম্মুখ পানে (২)
              
তাঁর কালামেতে কর অবধান।
              
তাঁর কাছে আছে সব সমাধান ॥ (২)”

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার

কথা: জয়নাথ অধিকারী
সুরকার: জয়নাথ অধিকারী
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:পল্লীগীতি
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার
              
জয় হোক জয় হোক ঈসা
              
জয় হোক তোমার সকল ধন্যবাদ ॥

              
প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার
              
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥

              
জঘন্য পাপী আমি অতি দুরাচার
              
 
        প্রেমে তরালে মোরে প্রেম অবতার (২)
              
পেমের অবতার তুমি দয়ার অবতার (২)
              
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)

              
রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার
              
 
        সমপদে বিপদে সহায় হয়েছো আমার (২)
              
দয়ার উপর দয়া কতো পেয়েছি তোমার (২)
              
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)

              
পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার
              
 
        দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার (২)
              
অনুগ্রহ করিয়াছ কতো শতবার (২)
              
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)”

আমার রাখাল কভু ঘমান না

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ২৩
গানের বিষয়: সান্ত্বনা, ঈসা মসীহের গৌরব ও প্রশংসা
ধরণ:ভাটিয়ালী-ঠুংরী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

আমার রাখাল কভু ঘুমান না
              
 
       আমার আর কিসের ভাবনা ॥ (২)

              
তিনি তৃণ ভূষিত স্থানে চরান, হে (২)
              
আমার অমঙ্গল আর হইবেনা (২)
              
 
       আমার আর কিসের ভাবনা ॥

              
আমি সর্বশক্তিমানের মেষ, হে (২)
              
কেহ কেড়ে নিতে পারবেনা (২)
              
 
       আমার আর কিসের ভাবনা ॥

              
আমার চর্তুদিকে অগ্নি প্রাচীর, হে (২)
              
কেন্দুয়া ছুুইতে পারবে না (২)
              
 
       আমার আর কিসের ভাবনা ॥

              
আমার নাম ধরে ডাকেন সদা, হে (২)
              
আমি আর কারও রব শুনবনা (২)
              
 
       আমার আর কিসের ভাবনা ॥

              
তিনি রোগ শোক সঙ্কট কালে হে (২)
              
সদা করেন আমায় সান্তানা (২)
              
 
       আমার আর কিসের ভাবনা ॥

              
যিনি নিজ রক্তে কিনিয়াছেন, হে (২)
              
তারে কখনও ছাড়িবনা (২)
              
 
       আমার আর কিসের ভাবনা ॥”

আল্লাহ তোমার মহিমা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ 1:19-4
গানের বিষয়: আল্লাহ্‌র মহিমা
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

    C                Am    G                    C        
আল্লাহ্‌ তোমার মহিমা বর্ণনা করা নাহি যায় (২)
     G                  C                        
আলোকে আঁধারে ভূবন মাঝারে (২)
 Am                     F
পাই তব কতো পরিচয়
           G                 C             
 
       বর্ণনা করা নাহি যায় ॥

       C                      F        C
যদি দিবা নিশি ভরি প্রশংসা করি (২)
  Am  G                   C             
শেষ কভু হবে নাকো আর
         Am  G             C           
 
       বর্ণনা করা নাহি যায় ॥

মোদের প্রভু আছেন বাংলাদেশে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:জয়গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

মোদের প্রভু আছেন বাংলাদেশে (২)
              
ঐ তাঁর রব শোনা যায় দেখ শয়তান পালায়
              
 
       প্রভু আছেন বাংলাদেশে।

              
মোদের প্রভু আছেন অন্তারেতে (২)
              
ঐ তাঁর রব শোনা যায় দেখ শয়তান পালায়
              
 
       প্রভু আছেন অন্তারেতে।

              
মোদের প্রভু আছেন সবার মাঝে (২)
              
ঐ তাঁর রব শোনা যায় দেখ শয়তান পালায়
              
 
       প্রভু আছেন সবার মাঝে।”

সর্বশক্তিমান প্রভু খোদা কতো মহান

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: প্রকাশিত কালাম ১৫:৩-৪
গানের বিষয়: আল্লাহ্‌র মহিমা ও ক্ষমতা, দ্বিতীয় আগমন, সমস্ত জাতি
ধরণ:ইসলামী গানের সুর
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

  Am                                   C        
সর্বশক্তিমান প্রভু খোদা কতো মহান
   G                  C   F    C     G                   
আশ্চর্য তোমার কাজ হে সমস্ত জাতির রাজা
                                Am           
কতো ন্যায্য ও সত্য তোমার পথ ॥ (২)

Am                       F                 
প্রভু কেনা তোমাকে ভয় করিবে
          G                           Am                     
 
       কেনা তোমার নামের গৌরব করিবে (২)
   C                        G                         
কেবল তুমি পবিত্র তুমি তো পবিত্র (২)
               C      F        C                     
কতো ন্যায্য ও সত্য তোমার পথ ॥ (২)

সমস্ত জাতি তোমার নিকটে আসিবে
সকলে তোমার এবাদত করিবে (২)
কারণ তোমার ন্যায় বিচার প্রকাশিত হইয়াছে
ন্যায় বিচার প্রকাশিত হইয়াছে ॥ (২)

রহমত কর ও আল্লাহ্‌ আমার

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৫১
গানের বিষয়:
ধরণ:গজল
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

রহমত কর ও আল্লাহ্‌ আমার
              
রহমত কর তোমার দয়া অনুসারে
              
অধর্ম আমার ক্ষম করণায় তোমার
              
রহমত কর ও আল্লাহ্‌ আমার ॥

              
অপরাধ আমার ধুয়ে ফেল
              
অপরাধ আমার ধুয়ে ফেল
              
 
       পাপেরই কালিমা থেকে পাক সাফ কর
              
গুনাহ্‌ করেছি প্রভু (২)
              
 
        বিরুদ্ধে তোমার ॥

              
আমার গুনাহ্‌ আমি জানি
              
আমার গুনাহ্‌ আমি জানি
              
 
       তোমারই বিরুদ্ধে প্রভু পাপ করিয়াছি (২)
              
পাপেতে জন্ম আমার (২)
              
 
        প্রভুগো ক্ষমার ॥”

মোরা ঈসার রক্তে নাজাত পেলাম

কথা: সুনীল দত্ত (খ্রীষ্ট সংগীত)
সুরকার: সুনীল দত্ত
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়: নাজাত
ধরণ:প্রসংশা
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

মোরা ঈসার রক্তে নাজাত পেলাম
              
 
       মোদের ভয় আর নাই
              
মোরা মসীহের মহা দয়া পেলাম,
              
 
       মোদের ভয় আর নাই ॥

              
ধন্য মোরা ধন্য ঈসার প্রেমে ধন্য (২)
              
মোদের ভয় আর নাই ॥ (২)

              
তাঁহার সেজদা করিব
              
 
       ইঞ্জিল প্রচার করিব (২)
              
ঈসাই জীবন যাপিব
              
 
       মোদের ভয় আর নাই ॥ (২)

              
সারা জগৎ মাঝে
              
 
       মোরা সকল কাজে (২)
              
ঈসার নাম প্রচারিব
              
 
       মোদের ভয় আর নাই ॥ (২)”

লা শারিক

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

খোদা মাত্র একজনই আছেন
              
এবং খোদা এবং মানুষের
              
মধ্যস্থ মাত্র একজনই আছেন
              
সেই মধ্যস্থ মানুষ মসীহ্‌ ঈসা।
              
তিনি সমস্ত মানুষের মুক্তির মূল্য হিসাবে
              
নিজের জীবন দিয়েছিলেন।

              
লা শারিক খোদা ওগো
              
 
       তুমি ছাড়াতো ইলাহ্‌ নাই ॥ (২)

              
খালেক তুমি মালেক তুমি (২)
              
 
       জলিল তুমি জব্বার তুমি (২)
              
আদি তুমি শেষ তুমি
              
তাইতো তোমার গজল গাই ॥

              
রূহে মৃত পাপী বান্দা (২)
              
মোদের তুমি করতে জিন্দা (২)
              
মনোনীত করলে যারে
              
 
       তিনিও তো একজনাই ॥

              
মোদের পাপের ঋণ শোধিতে (২)
              
সুপলে যারে মৃত্যুর হাতে (২)
              
তিনিওতো একইজনা
              
ঈসা ছাড়া আরতো নাই ॥

              
কালেমাতুল্লাহ্‌ ঈসা মসীহ্‌ (২)
              
রূহলুল্লাহ্‌ ঈসা মসীহ্‌ (২)
              
নাজাতদাতা ঈসা বিনে
              
ত্রিভুবনে কোথায় পাই ॥”