All posts by জাহাঙ্গীর

আসবেন ঈসা মেঘ রথে

কথা: সংকলিত (খ্রীষ্ট সংগীত)
সুরকার:
সম্পর্কিত আয়াত: **(মথি ২৪)
গানের বিষয়: দ্বিতীয় আগমন
ধরণ:আধুনিক প্রসংশার গান
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

আসবেন ঈসা মেঘ রথে
              
 
       আবার ফিরে ধরাতলে ॥ (২)

              
মহা তুরি ধ্বনিসহ
              
 
       পাঠাবেন ফেরেস্তা দলে (২)
              
আবার ফিরে ধরাতলে ॥

              
রবি শশী গ্রহ তারা
              
 
       নভে হবে জ্যোতি হারা। (২)
              
বিলাপ কারী মানবেরা (২)
              
দেখবে তখন কৌতুহলে
              
 
       আবার ফিরে ধরাতলে ॥

              
হানা হানি হিংসা দ্বেষে,
              
 
       ভরে যাবে ভুবন খানি। (২)
              
মহামারী ভুকমপনে (২)
              
ধ্বংস হবে জগৎ জানি।
              
 
       আবার ফিরে ধরাতলে ॥

              
পাপী তাপি নাজাত কামী
              
 
       হও গো ঈসার অনুগামী। (২)
              
তাঁরই আগমনের তরে (২)
              
জেগে থাক প্রতি পলে।
              
 
       আবার ফিরে ধরাতলে ॥”

আমার জীবনের সবচেয়ে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনাগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ
              
 
       তোমায় জানা (২)
              
আমি তোমায় আরো জানতে চাই (৪)

              
আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ
              
 
       তোমায় ভালবাসা (২)
              
আমি তোমায় ভালবাসতে চাই (৪)

              
আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ
              
 
       তোমার সেবা করা (২)
              
আমি তোমার সেবা করতে চাই (৪)”

আল্লাহ্‌র ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ১০৩
গানের বিষয়: প্রশংসা, সুস্থ করা,
ধরণ:প্রসংশার গান
তাল:হোর্সবীট
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

আল্লাহর ধন্যবাদ ধন্যবাদ
              
 
       আল্লাহর ধন্যবাদ ধন্যবাদ
              
 
        কর আমার প্রাণ ॥ (২)

              
ভুলিয়া যেওনা তাঁর উপকার,
              
 
       কর তাঁর নামের জয় জয়কার (২)
              
মাবুদ আল্লাহ স্বয়ং আমার পরিত্রাণ
              
 
       আনন্দে কর হামদ্‌ গুণগান ॥

              
ক্ষমা করেন তিনি আমার সকল পাপ
              
সুস্থ করেন আমার সব রোগ তাপ (২)
              
কূপ হতে মুক্ত করেন আমার প্রাণ
              
করুণার মুকুট করেন আমায় দান (২)
              
আমি যে ধুলি তা রাখেন স্মরণ,
              
মাবুদ মোদের কৃপাবান অতি মহান ॥”

মধুমাখা ঈসা নাম গাওরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশা
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

মধুমাখা ঈসার নাম গাওরে
              
 
       ও নাম গাওরে
              
মধুমাখা ঈসার নাম গাওরে ॥

              
গাও ঘরে ঘরে নগরে নগরে (২)
              
মধুমাখা ঈসার নাম গাওরে ॥

              
এ দুনিয়ার আশা যিনি বেহেস্তের আনন্দভূমি (২)
              
যে নামে সকল দুঃখ যাবেরে ॥

              
যে নামের মাহাতজ্ঞ্যগুণে শান্তি পায় উম্মতগণে (২)
              
দুখীগণে সুখী হয় অন্তারে ॥

              
আইলে শূন্য কাল কাল ঈসা নামই মহাবল (২)
              
যে নামে মৃত্যু-নদী পার করে ॥”

বিশ্বাস যদি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:দেশাত্ববোধক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

বিশ্বাস যদি করি মোরা
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ (২)

              
(মুখ) ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (৪)

              
তাঁর আ্তায় যদি পূর্ণ হই
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (২)

              
আনন্দ করিব অশেষ
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (২)”

হে ঈসা আমার

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

হে ঈসা আমার মুছে পাপের আঁধার
              
 
       কোলে তুলে নাও পাপীরে ॥ (২)
              
পাপে আমি মৃত সদাই পীড়িত
              
 
       জীবনের আশা নাই আমার ॥ (২)
              
শয়তানকে জয় করতে তোমার পথে চলতে
              
 
       নাই কোন সাধ্য আমার ॥ (২)
              
সত্রী পুত্র পরিবার ধন দৌলত অহংকার
              
 
       কিছুই সঙ্গে যাবে না আমার ॥ (২)
              
পথ চলে ক্লান্তা অতি পরিশ্রান্তা
              
 
       বোঝা নেবার কেউ নাই আমার ॥ (২)”

তোমার প্রশংসা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

তোমার প্রশংসা, তোমার প্রশংসা
              
 
       তোমার প্রশংসা করি ॥ (২)

              
হে ঈসা নাজাতকারী ॥ (৪)

              
তুমি হে আমার আমি হে তোমার
              
তুমি নাজাতদাতা হে। (২)
              
হে ঈসা নাজাতকারী ॥ (৪)

              
হাল্লেলুইয়া হাল্লেলুইয়া হাল্লেলুইয়া আমিন ॥ (২)”

যে ব্যক্তি খোদাতায়ালার অন্তরালে থাকে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৯১:১-২
গানের বিষয়: আল্লাহ্‌র সংরক্ষণ
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

যে ব্যক্তি খোদা তায়ালার অন্তারালে থাকে
              
 
       সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে ॥ (২)

              
(আমি) মাবুদের বিষয় বলিব
              
 
       তিনি আমার আশ্রয় আমার দুগ (২)
              
আমার আল্লাহ্‌ আমি তাহাতে নির্ভর করিব ॥ (২)”

তাঁহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

তাঁহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়,
              
 
       আরোগ্য হয়, আরোগ্য হয় (২)
              
তাঁহার ক্ষত সকল দ্বারা ॥
              

              
তিনি আমাকে ভালবাসেন
              
 
       ভালবেসে জীবন দিলেন (২)
              
তাঁহারই রক্তে সুুচি হলাম
              
 
       তাঁহারই করুণায় জীবন পেলাম ॥ (২)

              
যখন আমি পাপী ছিলাম
              
 
       পাপের আঁধারে বন্দী ছিলাম (২)
              
তখনও তিনি আমার তরে
              
 
       প্রাণ দিলেন ক্রুশ পরে ॥ (২)”

আল্লাহর ঘরে যে বসতি করে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৯১
গানের বিষয়: আল্লাহ্‌র সংরক্ষণ
ধরণ:আরাধনাগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

আল্লাহ্‌র ঘরে যে বসতি করে
              
সর্বশক্তিমানের ছায়াতে থাকে
              
মাবুদের এই বাণী, নিশ্চিত আমি জানি
              
তিনি পরম আশ্রয় নির্ভরতা ॥

              
তিনি আমার আল্লাহ্ আমার প্রভু
              
 
       হারাতে পারি কি তাঁর ভরসা কভু (২)
              
পাপের ফাঁদ হতে, মহামারী ব্যাধি হতে
              
তিনি আমার আশ্রয় রক্ষাকর্তা ॥

              
আপন পালকে তিনি মোরে ঢাকিবেন
              
 
       পরম ডানার নিচে আশ্রয় দিবেন (২)
              
তাঁর বিশ্বাসযোগ্যতা আমার ঢাল
              
আর বর্মের মত মম রক্ষাকর্তা ॥”