All posts by জাহাঙ্গীর

এসো সোনার দেশে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:কীর্তন
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

এস সোনার দেশে রণবেশে
              
 
       সুখের দেশে চলে যাই ॥ (৫বার প্রথমে)

              
(মোরা) দরিয়া মাঝারে তুফানে কি ঝড়ে
              
 
       বাদলে ভয় করিনা ভাই ॥ (২)

              
মহব্বতের বাদামে ঈসা বন্ধু নামে
              
 
       হেলে দুলে মোরা বৈঠা বাই (২)
              
তুলে জয়েরই পতাকা ঈসা নাম আঁকা
              
 
       বাজিয়ে ডঙ্কা চলেছি ভাই ॥ (২)

              
উজানে কি বামে অতি প্রাণপণে
              
 
       পাড়ি দিয়ে পিছে নাহি চাই (২)
              
মোরা চলেছি যাত্রি অন্ধকার রাত্রি
              
 
       দোজখ ভয় এড়ায়ে ভাই ॥ (২)

              
এ ঘোর আঁধারে হানিছে হুঙ্কার
              
 
       যত শয়তান রণে ভাই (২)
              
তুলে সলিব তরবারী, যাব ত্বরা করি
              
কোন শত্রুকে নাহি ডরাই ॥ (২)

              
দেখগো চাহিয়া পরাণ ভরিয়া
              
 
       সোনার ঘাটের আলোটি ভাই (২)
              
মোরা ঘন বৈঠা ফেলে আল্লাহ্‌ আক্‌বার বলে
              
 
       মোকাদ্দসে নাও লাগাই (২)”

ধন্য সে ধন্য ধন্য হলো যে দুষ্টের বুদ্ধিতে চলেনা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ১
গানের বিষয়:
ধরণ:শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

ধন্য সে ধন্য ধন্য হল
              
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥

              
ধন্য সে ধন্য ধন্য হল
              
পাপীদের পথে যে চলেনা ।
              
ধন্য সে ধন্য ধন্য হল
              
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥

              
গীবতকারীর মজলিসে যেই জন
              
 
        বসে নাকো কভু সেই ভাল জন (২)
              
কিন্তু যে জন মাবুদের ইচ্ছাতে (২)
              
আমোদ করে দিবা রাত্র
              
ধন্য তাকে ধন্য বল ॥

              
সে হইবে সেই গাছের মত
              
 
        যার পাশ দিয়ে বহে জলস্রোত। (২)
              
যার পাতা কভু হয় নাকো ম্লান (২)
              
সময় মত সে যে করে ফল দান
              
ধন্য তাকে ধন্য বল ॥

              
যাহা কিছু মনে সে করে বাসনা
              
 
        তাহাতেই তৃপ্ত হয় রসনা। (২)
              
দুষ্টেরা কভু সেরকম নয় (২)
              
তারা তুষের মত উড়ে যাবে।
              
মুমিনের পথ কভু পাপী পাবেনা ॥”

ছেলেমেয়েরা শোন তোমরা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:বাংলা শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

ছেলেমেয়েরা শোন তোমরা প্রভু যাহা চান
              
সেইভাবে হও পিতা মাতার বাধ্য সন্তান ॥ (২)
              
তোমার পিতা মাতা যারা সম্মান যেন পায় তারা (২)
              
তাহা করলে হায়াত তোমার হবে অনেক দিন
              
 
        হবে অনেক দিন ॥
              
তোমরা যারা পিতা মাতা এই কথাটি শোন
              
 
       ছেলেমেয়েদের বিরক্ত করে তুলো নাকো যেন (২)
              
প্রভুর শাসন শিক্ষা দিয়া খোদার পথে দীক্ষা নিয়া (২)
              
ছেলেমেয়েকে তোমরা সবে মানুষ করে তোল
              
 
        মানুষ করে তোল ॥”

বল বল বল খোদা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:হামদ
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

বল বল বল খোদা বল না আমায়
              
 
       বল না আমায়
              
কে পারিবে পৌঁছিতে বল
              
 
       তোমার ঠিকানায় তোমার ঠিকানায়।
              
বল বল বল খোদা বল না আমায় ।

              
সে যাইবে সেই ঠিকানায় নিখুুঁত জীবন যে কাটায়
              
 
       ন্যায়ের পথে চলে যে জন সত্য পথে সদা রয়। (২)
              
পরের নিন্দা করেনা যে জন বন্ধুকে যে ছায়া দেয় ॥ (২)”

আমি সরবে মাবুদ আল্লাহকে ডাকি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৩:৪-৫
গানের বিষয়: আল্লাহ্‌র সংরক্ষণ, সান্ত্বনা
ধরণ:হামদ
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আমি সরবে মাবুদ আল্লাহ্‌কে ডাকি
              
 
       আমি সরবে মাবুদ আল্লাহ্‌কে ডাকি
              
 
        আর তিনি আপন মোকাদ্দস পর্বত হইতে
              
 
        আমাকে উত্তর দেন। (২)
              
আমি সরবে মাবুদ আল্লাহ্কে ডাকি ॥ (২)

              
আমি শয়ন করিলাম ও নিদ্রায় গেলাম (২)
              
আমি জাগ্রত হইলাম কারণ মাবুদ আমাকে, আমাকে
              
ধারন করেন, ধারন করেন ॥”

আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ১ করিন্থীয় ১৩
গানের বিষয়:
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে ॥
              
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই
              
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে।
              
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই ॥
              
মহব্বত ধৈর্য যে ধরে মহব্বত দয়া যে করে (২)
              
মহব্বত হিংসা করেনা মহব্বত তর্ক করেনা
              
মহব্বত অহংকার করেনা সে খারাপ ব্যবহার করেনা (২)
              
নিজের সুুবিধার চেষ্টা মহব্বত কভু করেনা ॥
              
মহব্বত রাগ করেনা তাড়না মনে রাখেনা (২)
              
মহব্বত মিথ্যা ত্যাজিয়া সততায় আনন্দ করে ॥”

আল্লাহর বান্দা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: *ইফিষীয় ৬:১০-১৭
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আল্লাহ্‌র বান্দা শোন তোমরা
              
 
       প্রভুতে বিলীন হয়ে যাও ॥ (২)
              
প্রভুর শক্তির আভায় সবাই বলবান বীর হয়ে যাও ॥
              
খোদার সৈনিক রূপে তোমরা যোদ্ধার পোশাক পরে নাও (৩)
              
শয়তানকে তোমরা সবে রুখে দাঁড়িয়ে যাও। (৩)
              
আল্লাহ্‌র বান্দা ॥
              
সত্যে কোমর বেঁধে সততায় বক্ষটি ঢাক (৩)
              
শান্তির বাণী লয়ে মুখে সত্যের পথে চলে যাও। (৩)
              
আল্লাহ্‌র বান্দা ॥
              
বিশ্বাসের ঢাল হাতে নিয়ে শয়তানের বান রুখে দাও (৩)
              
খোদার ক্ষমা শিরে ধরে কালাম গ্রহণ করে যাও। (৩)
              
আল্লাহ্‌র বান্দা ॥”

আজি সেদিন

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আনন্দ গীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আজি সেদিন আজি সেদিন
              
প্রভুর কৃত দিন (২)
              
উল্লাস করি আনন্দ করি
              
প্রভুর উদ্দেশে (২)
              
আজি সেদিন প্রভুর কৃত দিন
              
উল্লাস করি আনন্দ করি
              
আজি সেদিন আজি সেদিন
              
প্রভুর কৃত দিন ॥”

আধাঁরে ঘেরা দুঃখেতে ভরা (2)

কথা: দেবীপ্রসাদ রায় চৌধুরী (খ্রীষ্ট সংগীত)
সুরকার: দেবীপ্রসাদ রায় চেনধুরী
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়: নাজাত
ধরণ:
তাল:দাদ্‌রা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আধাঁরে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর
              
 
       এমন জীবনে ঈসার আগমনে রাত্রি হলো ভোর ॥ (২)

              
অন্ধ ছিলাম দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর (২)
              
তোমার দয়ায় চিনেছি তোমায় (২)
              
মুছে দিলে আখি লোর রাত্রি হোল ভোর ॥

              
সকাল সন্ধা দিবাতে বা রাতে বলিতাম ঐ পথে (২)
              
অন্ধ আমি দয়া কর প্রভু ভিক্ষা দাও গো সবে (২)
              
দুঃখের রাত্রি ঘোচালে তুমি কেটে গেল সব ঘোর (২)
              
তোমার আলোকে নুতন পুলকে (২)
              
যাত্রা শুরু মোর রাত্রি হল ভোর ॥”

মনস্থ করেছি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:
তাল:দাদরা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
রিকোর্ডিং:

মনস্থ করেছি ঈসাতে চলিব। (৩)
              
ফিরিব না ফিরিব না। (২)
              
জগত পশ্চাতে, ক্রুস সম্মুখে (৩)
              
ফিরিব না, ফিরিব না। (২)
              
যদিও কেহ না থাকে সঙ্গে (৩)
              
ফিরিব না, ফিরিব না ॥ (২)”