All posts by জাহাঙ্গীর

খোদার কালাম ভাই শুরুতে ছিলেন

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ইউহোন্না ১:১-১৮
গানের বিষয়:
ধরণ:পল্লীগীতি (ভক্তিমূলক গান)
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

খোদার কালাম ভাই শুরুতে ছিলেন ॥
              
কালেমাতুল্লাহ ছিলোরে ভাই (২)
              
খোদাতে বিলীনরে – শুরুতে ছিলেন ॥
              
কালাম খোদার সঙ্গে ছিলেন
              
 
       খোদা নিজে কালাম ছিলেন (২)
              
এই কালাম দেয়ে তামাম জাহান (২)
              
সৃজন করিলেনরে – শুরুতে ছিলেন ॥
              
সেই কালামই মানুষ হইয়া
              
 
       জন্ম নিলেন এই দুনিয়ায় (২)
              
রূহে সত্যে পূর্ণ হয়ে (২)
              
করলেন জীবন যাপনরে – শুরুতে ছিলেন ॥”

হা হা হাল্লোলযইয়া মিলে সবে গাহি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ইবরানী 9:11-28
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

হা হা হাল্লেলুইয়া মিলে সবে গাহি
              
 
        মসীহের স্তব ও স্তুতি ॥ (২)

              
তিনি মাছুম বো বেগোনোহ
              
 
        হবে তাঁর হামদ ছানাহ্‌ (২)
              
তাঁর পিছে আস তাতে ঈমান আন (২)
              
নাজাত পাওয়ার লাগি ॥

              
ঈসা মসীহ্‌ জগতে এলেন
              
 
        ক্রুশে জান কুরবানি দিলেন (২)
              
তাঁর রক্ত ধারায় সর্ব পাপ হারায় (২)
              
সেই রক্ততে ডুব তুমি ॥

              
মসীহের জয়গান গাও
              
 
        তাঁর তরিকায় তুমি আস (২)
              
তিনি নাজাত দিবেন তিনি পার করিবেন (২)
              
তাঁর তরিকায় আস তুমি ॥

              
দেখ ঈসার আগমন হবে
              
 
        তখন ভক্তের দীদার হবে (২)
              
শেষে আল্লাহ্‌র সনে চির যুগে যুগে (২)
              
তারা রহিবে গান নিতি নিতি ॥”

এই দুনিয়ায় তোমরা কেহ

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৬:১৯-২১
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

দুনিয়ায় তোমরা কেহ নিজের জন্যে সমপদ জমা কর না ॥ (২)
              
এখানে মরিচা পরে পোকায় ধরে আর কি হয় জাননা (২)
              
এখানে চোর ঢুকিয়া চুরি করে তাতো মিথ্যা না ॥ (২)
              
বেহেস্তে মরিচা পরেনা পোকায়ও কাটেনা চোর চুরি করে না (২)
              
বেহেস্তে নিজের জন্য জমা কর ধন যতো পার
              
কারণ তোমার ধন যেখানে থাকে মন সেথায় থাকে ॥”

দ্বীনদার কেহ নাই

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: রোমীয় ৩:১০-১৮
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

দ্বীনদার কেহ নাই একজনও নাই (২)
              
আল্লাহ্‌র তালাশকারী একজনও নাই (২)
              
আল্লাহ্‌কে খোঁজকারী নাই কেহ নাই (৪)
              
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
              
নেক কাজ করে যে একজনও নাই ॥

              
মানুষের মুখ দুর্গন্ধময় খোলা খবরের মত
              
জীহব্বা তাদের ছলনার কথা বলে অবিরত
              
তাহাদের ঠোঁটের নিচে যেন শাপের বিষ
              
তাহাদের মুখ অভিশাপ আর তিক্ত কথায় ভরা
              
খুন করিবার জন্যে তাহাদের পা তাড়াতাড়ি দৌড়ায়
              
ধ্বংস আর দুঃখ কষ্ট তাহারা ছড়াইতে ছড়াইতে চলে
              
শান্তির পথ তারা কেউ জানেনা (২)
              
 
       খোদাকে তাহারা ভয় করেনা (২)
              
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
              
নেক কাজ করে যে একজনও নাই ॥”

কিতাব সার্চ

{source}
<script id=”bw-widget-src” src=”//bibles.org/widget/client”></script>
<script>
BIBLESEARCH.widget({
    “placeholder”: “কিতাবের আয়াতের ঠিকানা অথবা যেকোন শব্দ লিখুন অনুসন্ধান করুন…”,
    “selected”: “ben-MBCL”,
    “versions”: “ben-MBCL”
});
</script>
{/source}

উপসংহার

ধর্মীয় প্রশ্ন-উত্তরে আলাপ-আলোচনার ক্ষেত্রে শেষ কথা বলতে কিছু নেই। প্রচলিত আছে, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর’। যে যা বিশ্বাস করে, তার কাছে তাই বড়। কোন কিছুতে যার বিশ্বাস নেই তার কাছে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক না কেন, সে তা কিছুতেই গ্রহণ করবে না। তর্কের খাতিরে তর্ক করা যায়, তাতে দরকারি কিছুই হয় না। তবে অজ্ঞানতার কারণে যে ভুল বিশ্বাসের জন্ম, তার অবসান হওয়া প্রয়োজন। তার জন্য চাই খোলা মন এবং উদার অন্তর। অহংকারী মনোভাব মানুষকে অনেক ভালোকিছু থেকে বঞ্চিত করে। অনেকে ভুল বুঝতে পেরেও অহংকারের বশবর্তী হয়ে, নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নিজের ভুল স্বীকার করে না এবং অপরের ভালোকিছুকে জানতে বা আয়ত্ব করতে চায় না। এতে নিজেরই ক্ষতি হয়। কারণ ভুল বিশ্বাস মানুষকে আপন রাজ্যে মশগুল রাখে এবং ভুল পথে পরিচালনা করে। তার ফল হলো ধ্বংস। তাই আসুন, তর্কের খাতিরে প্রশ্ন নয়, জানার জন্য প্রশ্ন করি, প্রকৃত জ্ঞান লাভের জন্য জিজ্ঞাসা করি এবং তথ্য-উপাত্তের জন্য ধর্মগ্রন্থসমূহ অধ্যয়ন করি। তাহলেই আমরা পরিতৃপ্ত হবো এবং সকল প্রশ্নের উত্তর পাবো।

কেন ঈসা মসীহ ছাড়া নাজাত পাওয়া সম্ভব নয়?

সংক্ষিপ্ত উত্তর:

কারণ ঈসা মসীহই একমাত্র উদ্ধারকর্তা। তিনি এই কাজের উপযুক্ত অর্থাৎ নিষ্পাপ। এই কাজের জন্যই আল্লাহ তাঁকে দুনিয়াতে পাঠিয়েছিলেন।

ব্যাখ্যামূলক উত্তর:

Continue reading কেন ঈসা মসীহ ছাড়া নাজাত পাওয়া সম্ভব নয়?