All posts by জাহাঙ্গীর

কত অপরূপ কার্য ঈসা করলেন এ জগতে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক বাংলা প্রসংশার গান
তাল:কাহারবা+ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

কত অপরূপ কার্য
              
ঈসা করলেন এ জগতে
              
কত অপরূপ কার্য
              
স্রষ্টা হয়ে সৃষ্টরূপে
              
 
       অবতার নরদেহেতে (২)
              
কত অপরূপ কার্য।

              
অন্ধ খঞ্জ নুলা যত
              
 
       আরো যত ভুতাশ্রিত (২)
              
কুষ্ঠরোগী কত শত (২)
              
মুক্ত কৈলেন নিজ বলেতে।
              
কত অপরূপ কার্র্য।

              
বোবা বধির যত ছিলো,
              
 
       বলতে শুনতে শক্তি পেলো (২)
              
পঞ্চরুটি ভোজ হইল (২)
              
খাইলো পঞ্চসহস্রেতে
              
কত অপরূপ কার্র্য।

              
সমুদ্রের জলোপরি
              
 
       পদব্রজে গমন করি (২)
              
ধমনে বায়ূ নিবারি (২)
              
শকতি দেকান জগতে।
              
কত অপরূপ কার্র্য।

              
মৃতে জীবন দান করি
              
 
       হইলেন মৃত্যুহারী (২)
              
এ প্রকার ভুরি ভুরি (২)
              
লিখিত আছে কিতাবেতে।
              
কত অপরূপ কার্র্য। (৩)”

যুবকেরা শোন তোমরা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ১ পিতর ৫:৫-৭
গানের বিষয়:
ধরণ:আধুনিক শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

যুবকেরা তোমরা সবে এই কথাটি রাখ ॥
              
 
       মুরুব্বীদের অধীনেতে তোমরা সবাই থাক
              
 
        তোমরা সবাই থাক ॥ (২)
              
তোমরা সবাই একজনে অন্য জনের সঙ্গে
              
নম্র ব্যবহার করে যাও মনে প্রাণে যতনে (২)
              
 
        মনে প্রাণে যতনে ॥
              
অহংকারীর বিরুদ্ধে ভাই খোদা নিজে দাঁড়ান
              
কিন্তু তিনি নম্রদের রহমত করে যান (২)
              
 
        রহমত করে যান ॥
              
খোদার নিকট তুমি যদি নিজেকে কর নিচু
              
ঠিক সময়ে তোমার খোদা তোমায় করবেন উচ্চু (২)
              
 
        তোমায় করবেন উচ্চু ॥
              
চিন্তা ভাবনা সকল কিছু তাঁহার উপর দাও ছেড়ে
              
কারণ তোমায় নিয়ে খোদা চিন্তা ভাবনা করেন (২)
              
 
        চিন্তা ভাবনা করেন ॥”

ঈসার নামেতে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:হোর্সবীট
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

ঈসার নামেতে ঈসার নামেতে
              
মোরা বিজয়ী হই, হাল্লেলুইয়া
              
ঈসার নামেতে ঈসার নামেতে
              
শয়তান দূরে পালায়
              
প্রভু ঈসার বিজয়ী নামে
              
প্রতিরোধ করতে পারে কে?
              
প্রভু ঈসার বিজয়ী নামে
              
মোরা বিজয়ী হই ॥”

হৃদয় খুলে গাওরে বন্ধু মসীহ্‌ ঈসার জয়গান

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

হৃদয় খুলে গাওরে বন্ধু মসীহ্‌ ঈসার জয়গান ॥ (২)
              
(মুখ) যার করুণায় পেলাম নাজাত (২)
              
 
        পাব খোদার দরশন
              
 
        হৃদয় খুলে গাওরে বন্ধু মসীহ্‌ ঈসার জয়গান ॥ (২)
              
অন্ধকার ধ্বংশ হতে আনলো যেজন আলোর পথে
              
যার দয়াতে হৃদয়ে মোর বইছে সুখ শান্তি বান ॥ (২)
              
দানে আর ত্যাগে যিনি শ্রেষ্ঠাারই চুড়ামনি
              
মোদেরই তরে ক্রুসের পরে দিলেন যিনি জান কোরবান ॥ (২)
              
বেহেস্তেরই বাদশাহ্ যিনি আমরা তাঁরই উম্মত জানি
              
আপন উম্মত বেহেস্তে নিতে হবে যাঁহার আগমন ॥
              
যে জন ধন্য পরম ধনে পূর্ন হও সেই রূহের দানে
              
রূহে সত্যে পূর্ন হয়ে কর খোদার গুণগান ॥”

হে আমাদের আসমানী পিতা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৬:৯-১৩
গানের বিষয়: মুনাজাত,
ধরণ:গজল
তাল:দাদরা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

হে আমাদের আসমানী পিতা
              
 
       তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক
              
 
        তোমার রাজ্য আসুুক
              
 
        পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
তোমার ইচ্ছা বেহেস্তে তেমনি দুনিয়াতে (২)
              
পূর্র্ণ হোক, পূর্র্ণ হোক (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
যে খাবার আমাদের দরকার
              
 
       তাহা আজ আমাদের দাও (২)
              
আমাদের দাও, আমাদের দাও (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
যাহারা মোদের উপর অন্যায় করে
              
আমরা যেমন তাদের ক্ষমা করিয়াছি
              
তুমিও তেমনি মোদের ক্ষমা কর
              
ক্ষমা কর, ক্ষমা কর (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
শয়তানের পরীক্ষায় মোদের পরিতে দিওনা
              
বরং তাহা হতে মোদের রক্ষা কর
              
রক্ষা কর, রক্ষা কর (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥”

এই হুকুমটি শুনিয়াছ

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৫:৩৮-৪২
গানের বিষয়:
ধরণ:শিক্ষামূলক গজল
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

এই হুকুমটি শুনিয়াছ তোমরা সবাই
              
চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত
              
কিন্তু আমি তোমাদের যা বলছি মেনে নাও
              
খারাপ ব্যবহার করলে কেহ ক্ষমা করে দাও।

              
কেহ যদি মারে তোমার ডান গালেতে চড়
              
 
       অন্য গালেও তাকে তুমি মারতে দিও চড় (২)
              
কেহ যদি তোমার জামা কভু নিতে চায়
              
তাকে তোমার চাদরটিও তুমি দিয়ে দাও ॥

              
কেহ যদি জোর করে বোঝা নিতে বলে
              
 
       তাহার বোঝা কাঁধে করে দূরে যেও চলে (২)
              
কেহ যদি তোমার কাছে কোন জিনিস চায়
              
তাহাকে তা দিয়া দিও যেন ফিরে নাহি যায় ॥”

বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৭:২৪-২৭
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর (৩)
              
বৃষ্টি নামিল ঝম্‌ ঝম্‌।
              
বৃষ্টি নামিল বান আসিল (৩)
              
কিন্তু সেই ঘর পড়িল না।

              
বোকা বাঁধিল বালুচরে ঘর (৩)
              
বৃষ্টি নামিল ঝম্‌ ঝম্‌।
              
বৃষ্টি নামিল বান আসিল (৩)
              
কিন্তু সেই ঘর রহিল না।

              
ঈসাতে আমি বাঁধিব মোর ঘর (৩)
              
বৃষ্টি নামিবে ঝম্‌ ঝম্‌।
              
বৃষ্টি নামিবে বান আসিবে (৩)
              
কিন্তু সেই ঘর পড়িবে না।”

আমি আছি ঈসার রক্তের নিচে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:হোর্সবীট
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

আমি আছি ঈসার রক্তের নীচে ॥ (৩)
              
(মুখ) কোন হানি শয়তান পারবে না করতে ॥
              
ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই ॥ (৩)
              
আমি ঈসাতে নির্ভর করি ॥ (৩)
              
আমি ঈসাতে বিশ্বাস করি ॥ (৩)
              
আমি ঈসাকে ভালবাসি ॥ (৩)
              
ঈসার জয় ঈসার জয় ঈসার জয় ॥ (৩)
              
হাল্লেলুইয়া হাল্লেলুইয়া হাল্লেলুইয়া ॥ (৩)”

আমার জীবন পথের আলো

কথা: সংকলিত (খ্রীষ্ট সংগীত)
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়: ঈসা – নাজাতদাতা, সান্ত্বনা, মুনাজাত, আল্লাহ্‌র সংরক্ষণ
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

আমার জীবন পথের আলো
              
 
       ঈসা সাথে সাথে চল (২)

              
গহন বনে একলা যেতে
              
 
       পথ যে না পাই কোন মতে (২)
              
আমার জীবন পথ দর্শক ঈসা (২)
              
 
       পথ দেখিযে চল ॥

              
সাথীর সব যায় যে চলে
              
 
       আঁধার ঘিরে এলো (২)
              
ব্যথার ব্যথি ঈসা এসো
              
 
       নইলে এ প্রাণ গেল (২)
              
্‌আমার জীবন পথের সম্বল ঈসা
              
 
       হাত ধরে নিয়ে চল ॥

              
জীবন নদীর তুফান ঝরে
              
 
       হাল ভেংগে যায় পাল যে ছেড়ে (২)
              
ঈসা মসীহ্‌ বস হালে
              
 
       নইলে তরী ডুবলো (২)
              
আমার জীবন তরীর মাঝি ঈসা
              
 
       হাল ধরে নিয়ে চল ॥”

আল্লাহ্‌ মঙ্গলময়

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা?
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

আল্লাহ্‌ মঙ্গলময় (৩)
              
তিনি আমাতে মঙ্গলময়।

              
তিনি আমার পাপ তুলে নিলেন (৩)
              
তিনি আমাতে মঙ্গলময়।

              
এখন আমি মুক্ত (৩)
              
তিনি আমাতে মঙ্গলময়।”