সংক্ষিপ্ত উত্তর:
না, ঈসায়ীরা ইয়োরোপ আমেরিকার পক্ষপাতিত্ব করে না।
ব্যাখ্যামূলক উত্তর:
পৃথিবীর প্রত্যেক দেশেই ভালোমন্দ মানুষ আছে। পৃথিবীর প্রত্যেক দেশেই ঈসায়ী আছে এবং অ-ঈসায়ী আছে। সাধারণ মানুষের ধারণা হলো, পশ্চিমা দেশগুলোর সব মানুষই ঈসায়ী। তাই এ দেশের ঈসায়ীরা ইউরোপ আমেরিকার পক্ষপাতিত্ব করে। পর্যপেক্ষণে দেখা গেছে যে, পশ্চিমা দেশের মানুষের মধ্যে শতকরা মাত্র ২০ ভাগই প্রকৃত ঈসায়ী। প্রকৃত অর্থে ইউরোপ আমেরিকার অর্ধেক লোকই ধর্মকর্মে বিশ্বাসী নয়। আর যারা ঈসায়ী ধর্মকর্ম করে, তাদের মধ্যে জন্মসূত্রে ধর্মাধিকার পাওয়ার দাবিদারই বেশি। তারা পারিবারিক ঐতিহ্য ও নিয়ম আছে বলেই ধর্মকর্ম করে। আসলে ধর্মের মূল বিষয় যে ঈসা মসীহের উপর ঈমান আনা, সে বিষয়ে অনেকেই তেমন কিছু জানে না।
ঈসায়ীদের দায়িত্ব হলো প্রত্যেক দেশের ঈসায়ী এবং অ-ঈসায়ীদের জন্য মুনাজাত করা যেন তারা প্রকৃত সত্যের পথে আসে। তাই, কোন বিশেষ দেশ বা জাতির পক্ষপাতিত্ব করা ঈসায়ীদের জন্য সমীচীন নয়।