সংক্ষিপ্ত উত্তর:
যে ব্যক্তি উপরিউক্ত পাঁচটি প্রশ্নের উত্তর হ্যাঁ দিতে পারে, সে ব্যক্তিই তরিকাবন্দি নেবার উপযুক্ত?
ব্যাখ্যামূলক উত্তর:
উদ্ধারপ্রাপ্ত যে কোন ব্যক্তিই তরিকাবন্দি নিতে পারে। অর্থাৎ হজরত ঈসার উপর ঈমান এনে নাজাত পেয়েছে এমন ব্যক্তিই তরিকাবন্দি নেবার জন্য উপযুক্ত। কোন অঈমানদারকে তরিকাবন্দি দেবার মধ্যে কোন বিশেষত্ব নেই। একজন অঈমানদারকে তরিকাবন্দি দেওয়া আর কোন কৃত্রিম দেহে কাপড় পড়ানো সমান কথা; যেমন কাপড়ের দোকানগুলোতে দেখা যায়। অনেকে ভুল করে এই ভেবে তরিকাবন্দি নেয় যে, এর মাধ্যমেই নাজাত পাওয়া যায়। এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ যে নাজাত পায়নি তার নাজাত পাবার বিষয়টি দেখাবার বা স্বীকার করার কোন প্রশ্নই আসে না। যে মুখে স্বীকার করে সে নাজাত পেয়েছে কিন্তু তার জীবনের মধ্যে যদি কোন লক্ষণ দেখা না যায়, তবে তরিকাবন্দি নেবার বিষয়টি প্রশ্নসাপেক্ষ হয়। তরিকাবন্দি নিয়ে যদি সেই ব্যক্তির সামাজিক কোন সমস্যা দেখা দেয়, তবে তরিকাবন্দি পরেও নেওয়া যায়। কোন নির্দিষ্ট সময়ে যে তরিকাবন্দি নিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।