সংক্ষিপ্ত উত্তর:
আল্লাহর কালামে বহুবার নাজাতের নিশ্চয়তার কথা বলা হয়েছে।
ব্যাখ্যামূলক উত্তর:
মানুষের নাজাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য হজরত ঈসা এসেছিলেন। যে কাজ করার জন্য তিনি এসেছিলেন তা তিনি সম্পন্ন করতে পেরেছিলেন। সেই কাজ হলো, মানুষের জন্য কোরবানি হওয়া। এই কোরবানি ছিল মানুষের পরিবর্তে কাফফারা। আল্লাহর কালামে লেখা আছে, “আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে, আমরা গুনাহগার থাকতেই মসীহ আমাদের জন্য প্রাণ দিলেন” (রোমীয় ৫:৮)। হজরত ঈসা নিজেই বলেছেন, “আমি আপনাদের সত্যই বলছি, যে কেউ আমার উপর ঈমান আনে সে তখনই অনন্ত জীবন পায়” (ইউহোন্না ৬:৪৭)।
উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০