সংক্ষিপ্ত উত্তর:
আল্লাহকে শুকরিয়া জানাবার জন্য ঈসায়ীরা খাবার আগে মুনাজাত করে।
ব্যাখ্যামূলক উত্তর:
খাবার আগে মুনাজাত করতেই হবে কিংবা না করলে তার ধর্মকর্ম সব মিথ্যা হয়ে যাবে এমন কোন কথা নেই। যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি এবং তিনিই আমাদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করেন, সেহেতু আমাদের তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এটি কোন ধরাবাঁধা মন্ত্র নয়। শুধু আল্লাহ যে দয়া করে, উপযুক্ত সময়ে খাবার যোগান দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দেওয়া কিংবা কৃতজ্ঞতা জানানো।
খাবার আগে মুনাজাত করতে হবে কিনা সুনির্দিষ্ট কোন নিয়ম না থাকলেও আমরা দেখতে পাই, হজরত ঈসা খাবার আগে, খাবার নিয়ে আল্লাহকে শুকরিয়া জানিয়েছিলেন (ইঞ্জিল শরিফ, লুক ৯:১৬)। এছাড়া হজরত ঈসাকে একবার তাঁর সাহাবিরা মুনাজাত শেখাতে বললে, তিনি যে মুনাজাত শিখিয়েছিলেন (মথি ৬ অধ্যায়) তাতেও খাবারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবার বিষয় দেখা যায়।