সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়: আহ্বান
ধরণ:আরাধনার গান
তাল:হোর্সবীট
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
উঠ উঠ ভাই ও ভগ্নি ঊঠ মোহ নিদ্রা পরিহরি
হেরি মাতৃভূমি দশা নয়নে বহে নকি বারি
দেখগো দেখ ত্রান ছারি
ভুরি ভুরি মৃত্যু মুখে পরে বঙ্গ নর নারী।
সুখবর লয়ে শীর পরে যাও গ্রামে গ্রামে প্রতি নগরে
কেুদে কেুদে বল প্রতি জনারে
ঈসা মরেছেন তোরি তরেরে ॥
পর পর সযতনে
পর ঈসা দত্ত রণ সজ্জা
বীর সম রন ক্ষেত্রে ধেয়ে চল ত্যাজি সব লজ্জা
দেখগো ছারি সুখ শয্যা করি সজ্জা
শত দেশে শত প্রাণ হলো নর পুজ্য ॥
কর কর উত্তম যুদ্ধ
কর নিরভয়ে প্রাণ পনে
বাধা বিঘ্ন যতো হবে
সুদুরে পালাবে নাম শুনে
ত্রাশিত হবে শয়তানে
দরশনে ঈসা ত্যাজ প্রতিভাত ভূমন্ডলে ॥”