আমার মুখেতে থাকিবে সদা
তাঁহার তারিফ ও গুণগান।
আসো মোরা সবে তাঁহার মহিমার (২)
গৌরব করি খুলে প্রাণ ॥
আমার মুখেতে থাকিবে সদা
তাঁহার তারিফ ও গুণগান।
আমার খোদাকে হৃদয়ে লইয়া
গর্ব করিব হাত তুলিয়া (২)
দুখীরা তা শুনে গান করিবে (২)
আসো ————।
সাদ নিয়ে দেখ তিনি মেহেরবান
সে নামের সুধাপানে,
ধন্য সে জীবন তাতে যে আশ্রয় পান
ধন্য হয় তাঁর দানে (২)
খোদার বান্দা আছগো যাহারা
মাবুদে ভয় রাখো নিত্য তাহারা (২)
মাবুদে ভরসা ত্যাজিও না (২)
খোদাভীরু যারা সুখে থাকে তারা (২)
তাহাদের অভাব হবে না ॥”