আসবেন ঈসা মেঘ রথে

কথা: সংকলিত (খ্রীষ্ট সংগীত)
সুরকার:
সম্পর্কিত আয়াত: **(মথি ২৪)
গানের বিষয়: দ্বিতীয় আগমন
ধরণ:আধুনিক প্রসংশার গান
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

আসবেন ঈসা মেঘ রথে
              
 
       আবার ফিরে ধরাতলে ॥ (২)

              
মহা তুরি ধ্বনিসহ
              
 
       পাঠাবেন ফেরেস্তা দলে (২)
              
আবার ফিরে ধরাতলে ॥

              
রবি শশী গ্রহ তারা
              
 
       নভে হবে জ্যোতি হারা। (২)
              
বিলাপ কারী মানবেরা (২)
              
দেখবে তখন কৌতুহলে
              
 
       আবার ফিরে ধরাতলে ॥

              
হানা হানি হিংসা দ্বেষে,
              
 
       ভরে যাবে ভুবন খানি। (২)
              
মহামারী ভুকমপনে (২)
              
ধ্বংস হবে জগৎ জানি।
              
 
       আবার ফিরে ধরাতলে ॥

              
পাপী তাপি নাজাত কামী
              
 
       হও গো ঈসার অনুগামী। (২)
              
তাঁরই আগমনের তরে (২)
              
জেগে থাক প্রতি পলে।
              
 
       আবার ফিরে ধরাতলে ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।