যুবকেরা তোমরা সবে এই কথাটি রাখ ॥
মুরুব্বীদের অধীনেতে তোমরা সবাই থাক
তোমরা সবাই থাক ॥ (২)
তোমরা সবাই একজনে অন্য জনের সঙ্গে
নম্র ব্যবহার করে যাও মনে প্রাণে যতনে (২)
মনে প্রাণে যতনে ॥
অহংকারীর বিরুদ্ধে ভাই খোদা নিজে দাঁড়ান
কিন্তু তিনি নম্রদের রহমত করে যান (২)
রহমত করে যান ॥
খোদার নিকট তুমি যদি নিজেকে কর নিচু
ঠিক সময়ে তোমার খোদা তোমায় করবেন উচ্চু (২)
তোমায় করবেন উচ্চু ॥
চিন্তা ভাবনা সকল কিছু তাঁহার উপর দাও ছেড়ে
কারণ তোমায় নিয়ে খোদা চিন্তা ভাবনা করেন (২)
চিন্তা ভাবনা করেন ॥”
যুবকেরা শোন তোমরা
সুরকার:
সম্পর্কিত আয়াত: ১ পিতর ৫:৫-৭
গানের বিষয়:
ধরণ:আধুনিক শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে