তোমার পিতার হিদায়েত বৎস তুমি শোন

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

তোমার পিতার হিদায়েত বৎস তুমি শোন
              
 
       তোমার মাতার নসিহত
              
 
        ছেড়ে নাকো যেনো, ছেড়ে নাকো যেনো ॥ (২)

              
কারণ সে নসিহত তোমার শিরে শোভা পাবে (২)
              
তোমারি গলায় তাহা মালা স্বরূপ হবে
              
তাইতো বলি বৎস তুমি হেদায়েত শোন
              
তোমার মাতার নসিহত ছেড়ে নাকো যেনো
              
 
        ছেড়ে নাকো যেনো ॥
              
যদি পাপীরা তোমাকে লোভের পথে টানে (২)
              
সেই লোভের কথায় তুমি রাজি না হও প্রাণে
              
তাদের কথায় পাপের পথে
              
তাদের কথায় পাপের পথে কভু নাকো চলো
              
সে পথ থেকে আপন চরণ ফিরায়ে না ফেল।
              
 
        ফিরায়ে না ফেল ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।