সংক্ষিপ্ত উত্তর:
প্রকৃত ঈসায়ী ছাড়া কেউ বেহেস্তে যাবে না।
ব্যাখ্যামূলক উত্তর:
এই প্রশ্নের উত্তর দিতে গেলে আরো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তা হলো, সকল ঈসায়ী বেহেশতে যাবে কি না? কিতাব অনুসারে উত্তর হলো, না। অনেকেই নিজেদের ঈসায়ী বলে দাবি করতে পারে কিন্তু সে যদি সত্যিকারের ঈসায়ী না হয়, তবে তার তো বেহেশতে যাবার প্রশ্নই উঠে না। ইঞ্জিল কিতাবে লেখা আছে, ‘শেষ দিনে আমাকে অনেকে হে প্রভু হে প্রভু বলে ডাকবে কিন্তু আমি তখন তাদের বলব, ‘আমি তোমাদের চিনি না’। সেই ঈসায়ীরাই কেবল বেহেশতে যাবে যারা তাঁকে ব্যক্তিগতভাবে নাজাত দাতা হিসেবে হৃদয়ে গ্রহণ করবে এবং তাঁকে মুখে প্রভু ও মসীহ বলে স্বীকার করবে এবং তাঁর ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করবে। ইঞ্জিল শরিফ বলে, “নাজাত আর কারও কাছে পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর এমন কেউ নেই যার নামে আমরা নাজাত পেতে পারি” (প্রেরিত ৪:১২)। অতএব, ঈসায়ী পরিবারে জন্মের মধ্য দিয়ে অথবা জন্মের পর ভাল কাজের মধ্য দিয়ে কেউ ঈসায়ী হতে পারে না কিংবা কেউ বেহেশতে যাবার দাবি করতে পারে না। বেহেশতে যাবার অন্যতম শর্ত হলো, হজরত ঈসা মসীহের অনন্ত কোরবানির উপর ঈমান আনা।