এই কোর্স তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত এবং তৌরাত, জবুর ও ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই কোর্সের মধ্যে খুঁজে পাবেন এবং নিম্নে বর্ণিত মোট নয়টি মডিউল ধারাবাহিকভাবে শেষ করলে তৌরাত, জবুর, নবিদের কিতাব ও ইঞ্জিল শরিফসহ একখানি কিতাব বিনামূল্যে পাবেন।
এই কোর্স শুরু করার জন্য আপনার ফেসবুক, গুগল বা ইমেল দিয়ে আপনি চালিয়ে যেতে পারেন। সেটা করলে, শেষ করার আগে থেমে গেলে পরে jibonerkotha.com/course এ ফিরে আসলে সেই একই জায়গা থেকেই এগিয়ে যেতে পারবেন।
কোর্সের পাঠের তালিকা
আসমানী কিতাব পরিচিতি কোর্স
এই কোর্স তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত এবং তৌরাত, জবুর ও ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই কোর্সের মধ্যে খুঁজে পাবেন এবং নিম্নে বর্ণিত মোট নয়টি মডিউল ধারাবাহিকভাবে শেষ করলে তৌরাত, জবুর, নবিদের কিতাব ও ইঞ্জিল শরিফসহ একখানি কিতাব বিনামূল্যে পাবেন।
মডিউল 1 | আল্লাহ্র চিরন্তন কালাম (বিস্তারিত ভার্শন) | |
---|---|---|
কালামের যোগ্য মর্যাদা, আল্লাহ্র কালাম চিরন্তন, কালাম কি বাতিল এবং পাককালামের নির্ভুল ব্যাখ্যা-এ জাতীয় কিছু মৌলিক বিষয় এই পুস্তিকায় সংক্ষেপে আলোকপাত করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র হতে পারে কিন্তু নিজ নিজ মাতৃভাষায় আল্লাহ্র পাককালাম নিয়মিতভাবে পড়া এবং যত্নসহকারে বুঝা ও পালন করার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই। আমাদের বিশ্বাস ‘পাককালাম’ সম্বন্ধে উৎসাহী পাঠকগণ এই কোর্সের মাধ্যমে বেশ উপকৃত হবেন। এই পুস্তিকার শেষে প্রতিটি অধ্যায়ের উপর ভিত্তি করে প্রশ্নপত্র রয়েছে, সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিন এবং পরবর্তী কোর্স করার সুযোগ নিন। আল্লাহ্পাক আমাদের প্রত্যেককেই তাঁর পাককালাম পাঠ ও আমল করার তৌফিক দান করুন, আমিন। | ||
পাঠ 1 | ১ম অধ্যায় কালামের যোগ্য মর্যাদা | |
পাঠ 2 | আল্লাহ্র চিরন্তন কালাম ২য় অধ্যায় পাককালামের নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতা | |
পাঠ 3 | আল্লাহ্র চিরন্তন কালাম ৩য় অধ্যায় পাককালামের নির্ভুল ব্যাখ্যা | |
মডিউল 2 | আল্লাহ্র বান্দা-১ : মানুষের শুরু | |
"আল্লাহ্র বান্দা" তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত ও তৌরাত, জবুর এবং ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই সিরিজের মধ্যে খুঁজে পাবেন। এই খণ্ডে আপনি তৌরাতের প্রথম খণ্ড (পয়দায়েশ) সম্পর্কে জানতে পারবেন। তৌরাত কিতাবে বেশ কয়েকজন নবি সম্পর্কে বলা হয়েছে। এতে আমরা হজরত আদম (আ.) ও বিবি হাওয়া, হজরত কাবিল ও হাবিল, হজরত ইব্রাহিম, হজরত নুহ, হজরত ইসমাইল, হজরত ইসহাক, হজরত ইয়াকুব, হজরত ইউসুফ, হজরত মুসা ও হজরত হারুন (আ.) সম্পর্কে জানতে পারি। এ সমস্ত নবিদের জীবন ও শিক্ষা হতে আপনি অনেক মূল্যবান বিষয় শিখতে পারবেন। | ||
পাঠ 1 | আল্লাহ্র বান্দা ভূমিকা | |
পাঠ 2 | আল্লাহ্র বান্দা ১ প্রথম পাঠ আল্লাহ্ যখন দুনিয়া সৃষ্টি করলেন | |
পাঠ 3 | আল্লাহ্র বান্দা ১ দ্বিতীয় পাঠ আল্লাহ্ হজরত আদম (আ.) ও বিবি হাওয়াকে সৃষ্টি করলেন | |
পাঠ 4 | আল্লাহ্র বান্দা ১ তৃতীয় পাঠ আদম (আ.) ও বিবি হাওয়া আল্লাহ্র হুকুম অমান্য করলেন | |
পাঠ 5 | আল্লাহ্র বান্দা ১ চতুর্থ পাঠ নুহ নবি ও বন্যা | |
পাঠ 6 | আল্লাহ্র বান্দা ১ পঞ্চম পাঠ হজরত ইব্রাহিম (আ.) এর সাথে আল্লাহ্র চুক্তি | |
পাঠ 7 | আল্লাহ্র বান্দা ১ ষষ্ঠ পাঠ ইয়াকুব নবির জন্য আল্লাহ্র উদ্দেশ্য | |
মডিউল 3 | আল্লাহ্র বান্দা-২ : মানুষের সাথে আল্লাহ্র চুক্ত | |
"আল্লাহ্র বান্দা" তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত ও তৌরাত, জবুর এবং ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই সিরিজের মধ্যে খুঁজে পাবেন।
এই দ্বিতীয় খণ্ডতে আপনি মুসা নবি, হারুন নবি, দাউদ নবি, সোলায়মান নবি এবং আরও অনেক নবিদের সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও এ খণ্ডতে আছে:
| ||
পাঠ 1 | আল্লাহ্র বান্দা ২ প্রথম পাঠ হজরত মুসা (আ.) ও বনিইসরাইলদের মুক্তি | |
পাঠ 2 | আল্লাহ্র বান্দা ২ দ্বিতীয় পাঠ আল্লাহ এক | |
পাঠ 3 | আল্লাহ্র বান্দা ২ তৃতীয় পাঠ হারুন নবি ও সোনার তৈরি বাছুরের মূর্তি | |
পাঠ 4 | আল্লাহ্র বান্দা ২ চতুর্থ পাঠ আল্লাহ মানুষকে মহব্বত করেন | |
পাঠ 5 | আল্লাহ্র বান্দা ২ পঞ্চম পাঠ মসীহ্ সম্বন্ধে নবিদের সাক্ষ্য | |
মডিউল 4 | আল্লাহ্র বান্দা-৩ : আল্লাহ্ মানুষকে মহব্বত করেন | |
"আল্লাহ্র বান্দা" তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত ও তৌরাত, জবুর এবং ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই সিরিজের মধ্যে খুঁজে পাবেন। এই খণ্ডতে আমরা ঈসা মসীহের কার্যাবলী ও শিক্ষা সম্পর্কে পড়ব। এ সকল বিষয় আমরা হজরত লূক এবং হজরত ইউহোন্নার কিতাব হতে বেশি পড়ব। তিনি মসীহ্ সম্পর্কে লিখতে গিয়ে সর্বদা পাকরুহের সাহায্য পেয়েছেন। | ||
পাঠ 1 | আল্লাহ্র বান্দা ৩ ভূমিকা আল্লাহ্তায়ালা মানুষকে মহব্বত করেন | |
পাঠ 2 | আল্লাহ্র বান্দা ৩ প্রথম পাঠ মসীহ্ আল্লাহ্র কালাম | |
পাঠ 3 | আল্লাহ্র বান্দা ৩ দ্বিতীয় পাঠ মসীহ্ ও সত্যিকারের এবাদত | |
পাঠ 4 | আল্লাহ্র বান্দা ৩ তৃতীয় পাঠ মসীহ্ হলেন জীবনখাদ্য | |
পাঠ 5 | আল্লাহ্র বান্দা ৩ চতুর্থ পাঠ মসীহ্ই সঠিক পথ | |
পাঠ 6 | আল্লাহ্র বান্দা ৩ পঞ্চম পাঠ মসীহ্ ও ক্রুশ | |
পাঠ 7 | আল্লাহ্র বান্দা ৩ ষষ্ঠ পাঠ মসীহ্ জীবিত আছেন | |
পাঠ 8 | আল্লাহ্র বান্দা ৩ সপ্তম পাঠ ইঞ্জিল শরিফের অর্থ | |
মডিউল 5 | আল্লাহ্র বান্দা-৪ : ঈমানদার বান্দা | |
"আল্লাহ্র বান্দা" তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত ও তৌরাত, জবুর এবং ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই সিরিজের মধ্যে খুঁজে পাবেন। এ খণ্ডটিতে পাঁচটি তালিম আছে। প্রত্যেকটি তালিমেই আল্লাহ্র পাককালামের ব্যাখ্যা দেয়া হয়েছে। এ সকল তালিমে আপনি দেখবেন "আল্লাহ্র বান্দাগণ" কিসের উপর ঈমান আনে এবং কী কাজ করে। | ||
পাঠ 1 | আল্লাহ্র বান্দা ৪ ভূমিকা | |
পাঠ 2 | আল্লাহ্র বান্দা ৪ প্রথম পাঠ মণ্ডলী | |
পাঠ 3 | আল্লাহ্র বান্দা ৪ দ্বিতীয় পাঠ কিতাবুল মোকাদ্দস | |
পাঠ 4 | আল্লাহ্র বান্দা ৪ তৃতীয় পাঠ ধার্মিকতার পথ | |
পাঠ 5 | আল্লাহ্র বান্দা ৪ চতুর্থ পাঠ মসীহের মাধ্যমে আল্লাহ্র রহমত | |
পাঠ 6 | আল্লাহ্র বান্দা ৪ পঞ্চম পাঠ কেয়ামতের দিন | |
মডিউল 6 | তরিকা হক-১ | |
এই চারখানা খণ্ড তাদের জন্য যারা কোরান শরিফের সাথে পরিচিত এবং তৌরাত শরিফ, জবুর শরিফ এবং ইঞ্জিল শরিফ সম্বন্ধেও কিছু জানতে আগ্রহী। এই নিবন্ধমালায় আমরা আল্লাহ্র পাককালাম সম্পর্কে আলোচনা করতে চাই আল্লাহ্ যে সব আসমানি কিতাব নাজেল করেছেন সেসব কিতাব আমরা আলোচনা করে দেখব। প্রথমেই আমরা তৌরাত শরিফের বিষয়ে আলোচানা করব। এটা হজরত মুসা (আ.) এর উপর নাজেল হয়েছিল। এই দুয়িনায় সব কিছুর সৃষ্টি এবং মানব জাতির সৃষ্টির ইতিহাস তৌরাত শরিফে লিপিবদ্ধ রয়েছে। তৌরাত শরিফ সম্পর্কে আলোচনা করার পর আমরা জবুর শরিফ সম্বন্ধে আলোচনা করব। এটা হজরত দাউদ (আ.) এর উপর নাজেল হয়েছিল। জবুর শরিফ পাঠ করে আমরা আল্লাহ্র শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সম্পর্কে অবগত হব। একজন ঈমানদার বান্দা কীভাবে আল্লাহ্র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে তাও আমরা জবুর শরিফে দেখতে পাব। অবশেষে আমরা ইঞ্জিল শরিফ পাঠ করব। এটা হজরত ঈসা মসীহের জীবন ও তরিকা কেন্দ্রিক। মানব জাতির জন্য আল্লাহ্র প্রকৃত পরিকল্পনা আল্লাহ্পাকের কালামের বিভিন্ন অংশ আলোচনা করলে অবগত হওয়া যায়। আমাদের প্রত্যেকের জীবন সম্পর্কে আল্লাহ্র পরিকল্পনাও জানা যায়। | ||
পাঠ 1 | তরিকা হক ১ ভূমিকা | |
পাঠ 2 | তরিকা হক ১ পাঠ ১ আল্লাহ্র পাককালাম | |
পাঠ 3 | তরিকা হক ১ পাঠ ২ কতিপয় কিতাবি সত্য | |
পাঠ 4 | তরিকা হক ১ পাঠ ৩ সৃষ্টি, গুনাহ্, পতন | |
পাঠ 5 | তরিকা হক ১ পাঠ ৪ গুনাহগার হিসেবে মানুষের অবস্থা | |
পাঠ 6 | তরিকা হক ১ পাঠ ৫ শরিয়ত | |
মডিউল 7 | তরিকা হক-২ | |
এই চারখানা খণ্ড তাদের জন্য যারা কোরান শরিফের সাথে পরিচিত এবং তৌরাত শরিফ, জবুর শরিফ এবং ইঞ্জিল শরিফ সম্বন্ধেও কিছু জানতে আগ্রহী। | ||
পাঠ 1 | তরিকা হক ২ পাঠ ৬ রহমতের ব্যবস্থা | |
পাঠ 2 | তরিকা হক ২ পাঠ ৭ হজরত ইব্রাহিম (আ.) এর উপর আল্লাহ্র রহমত | |
পাঠ 3 | তরিকা হক ২ পাঠ ৮ কুরবানির পটভূমি | |
মডিউল 8 | তরিকা হক-৩ | |
এই চারখানা বই তাদের জন্য যারা কোরান শরিফের সঙ্গে পরিচিত এবং তৌরাত শরিফ, জবুর শরিফ এবং ইঞ্জিল শরিফ সম্বন্ধেও কিছু জানতে আগ্রহী। | ||
পাঠ 1 | তরিকা হক ৩ পাঠ ৯ ঈসা মসীহ্ | |
পাঠ 2 | তরিকা হক ৩ পাঠ ১০ ঈসা মসীহ্ - ২ | |
পাঠ 3 | তরিকা হক ৩ পাঠ ১১ একটি ভুল ধারণা | |
পাঠ 4 | তরিকা হক ৩ পাঠ ১২ মৃত্যুর উপর জয়-১ | |
পাঠ 5 | তরিকা হক ৩ পাঠ ১৩ মৃত্যুর উপর জয়-২ | |
মডিউল 9 | তরিকা হক-৪ | |
এই চারখানা বই তাদের জন্য যারা কোরান শরিফের সঙ্গে পরিচিত এবং তৌরাত শরিফ, জবুর শরিফ এবং ইঞ্জিল শরিফ সম্বন্ধেও কিছু জানতে আগ্রহী। | ||
পাঠ 1 | তরিকা হক ৪ পাঠ ১৪ দ্বিতীয় আগমন | |
পাঠ 2 | তরিকা হক ৪ পাঠ ১৫ আল্লাহ্র রহমত পাওয়ার উপায় | |
পাঠ 3 | তরিকা হক ৪ পাঠ ১৬ উম্মতি গ্রহণ বা বর্জনের ফলাফল |
আমি আপনাদের ধন্যবাদ দেই। আমি আপনাদের সাথে থেকে এই কোর্স করতে পেরে খুবই উপকৃত হয়েছি। সাটিফিকে পেলে আরো ভাল হল তবে কিতাবুল মোকাদ্দস পেয়ে আমি খুবই খুশি। অনুগ্রহ করে একটি সার্টিফিকেট মেইলে পাঠালে খুবই খুশি হব। আবার ও ধন্যবাদ জানাই।
আমি এটাকে ফেইসবুকে পাবলিক করে দিয়েছি। তবে আমি একটা সাপর্ট চাই একটা কম্পউটার, নেট খরচ, পরিবার চালানোর কিছু প্রতি মাসের খরচ পেলে আমি এটাকে ঘিরে অনেক জায়গায় ট্রেনিং দিতে পারি। যা সুখবরের জন্য খুবই ভাল হয়। আবার ও ধন্যবাদ জানাই অামেন
Kibhabe course korte parbo
http://www.jibonerkotha.com/course/ এই লিংক এ গিয়ে লগইন করে কোর্স শুরু করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাদের. এই কোর্সটি সম্পূর্ণ করেছি এবং অনেক শিক্ষনীয় বিষয় ছিলো যা জানতে পারলাম.
অসাধারন কোর্স।
অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ অনেক আপনাদের যারা এই কোর্স করার সুযোগ দিয়েছেন।
আমি ধন্যবাদ দেই আল্লার তাল্লার অসীম কৃপায় আমরা প্রতি নিয়ত কিছু না কিছু শিক্ষা অর্জন করছি। আপনাদের দরুন আমরা অনেক কিছু শিখেছি আল্লা আপনাদের হেদায়েত দান করুন। এই ভাবে আমি আমার এক বন্দুকে এই শ্কিষা দিবার জন্য বলেছিলাম। ফলে সে শিখতে চাইছে। অনুগ্রহ করে তাকে আপনাদের কোর্স পোষ্ট এর মাধ্যমে পাঠালে অনেক উপকারীত হব।
বন্ধুর নাম – মাওলানা আব্দুল মালেক সিদ্দিকী (01812078947)
ঠিকানা : সমিতি বাজার রোড, 237/ পূর্ব নাখাল পাড়া, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা -১২১৫।