সংক্ষিপ্ত উত্তর:
ইঞ্জিল শরিফ হলো হজরত ঈসার সাহাবিদের কাছে নাজেল হওয়া ২৭ সুরার আসমানি কিতাব আর কিতাবুল মোকাদ্দস হলো ইঞ্জিল শরিফসহ আগের কিতাবের সমষ্টি। অর্থাৎ তৌরাত, জবুর ও অন্যান্য নবিদের সহিফাসহ মোট ৬৬ সুরার আসমানি কিতাব।
ব্যাখ্যামূলক উত্তর:
নাজেল হওয়ার দিক থেকে ইঞ্জিল শরিফ ও কিতাবুল মোকাদ্দসের মধ্যে কোন পার্থক্য নেই। সচচেয়ে বড় পার্থক্য যা, তা হলো ইঞ্জিল শরিফ কিতাবুল মোকাদ্দসেরই একটি বড় অংশ। তারপর যে বড় পার্থক্য তা হলো ইঞ্জিল শরিফ ২৭টি সুরার সমন্বয়ে একটি আসমানি কিতাব আর কিতাবুল মোকাদ্দস হলো ইঞ্জিল শরিফসহ তিনটি প্রধান আসমানি কিতাব এবং সহিফাগুলোর সমন্বয়ে একটি আসমানি কিতাব। এছাড়া যেভাবে ইঞ্জিল শরিফ বিভিন্ন লোকের মারফত নাজেল হয়েছে ঠিক সেভাবে কিতাবুল মোকাদ্দসের লেখকরাও ছিলেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। সাধারণ রাখাল বালক (হজরত মুসা ও হজরত দাউদ) থেকে শুরু করে, দেশের রাজা মহারাজারাও (হজরত মুসা, বাদশাহ দাউদ ও বাদশাহ সোলায়মান) কিতাবুল মোকাদ্দসের লেখকের মর্যাদা লাভ করেছেন। অর্থাৎ তাঁদের মধ্যদিয়ে আল্লাহ তাঁর কিতাব নাজেল করেছেন।