শিক্ষা কল্যাণ ট্রাস্ট

শিক্ষা কল্যাণ ট্রাস্ট লোগো
বঞ্চিত ও অবহেলিত মানুষের মাঝে দল মত নির্বিশেষে প্রকৃত শিক্ষা আলো জ্বালানোর তাগিদে ১৯৯৪ সালে শিক্ষা কল্যাণ ট্রাস্ট তথা “এসকেটি” জন্ম লাভ করে।  শুরুতে এই প্রতিষ্ঠান ছোটখাটো প্রকাশনা ও তা বিতরণের মধ্যেই সীমাবদ্ধভাবে নিবেদিত ছিল।  বর্তমানে আল্লাহ্‌র অশেষ রহমতে এর পরিসর নেতা প্রশিক্ষণ, টিইই কোর্স, ডাকযোগে শিক্ষা কার্যক্রম, আগাপে কলেজ এবং বার্ষিক সম্মেলন’এর মতো বিভিন্ন কার্যক্রম নিয়ে মহান আল্লাহ্‌র রাজ্য বিস্তারের কাজে তথা সমাজ উন্নয়নে এগিয়ে চলছে।

প্রকাশনা

মানসিক, নৈতিক ও রুহানিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।  এসকেটি বিশ্বাস করে যে, কেবল অর্থ, ধনসম্পদ ও প্রাচুর্য থাকলেই মানুষের মানবিক উন্নয়ন হয় না বরং মানবিক উন্নয়নশীল সম্পদ তার জন্য ফাঁদ ও বিপদ হয়ে দাঁড়ায়।  তাই মানুষের জন্য প্রাথমিক ও অধিকতর গুরুত্বপূর্ণ উন্নয়ন হলো মানসিক, নৈতিক ও রুহানিক উন্নয়ন।  এ লক্ষ্যে এসকেটি পুস্তিকা, লফলেট, বই কোর্স ও ম্যাগাজিন প্রকাশ করে থাকে।  এছাড়া ম্যাগাজিনের জন্য ভালো মানের লেখা ও বই কিংবা কোর্সের জন্য পাণ্ডুলিপি সংগ্রহ করে ও প্রকাশ করে।  অনুবাদ এসকেটির একটি নৈমিত্তিক কাজ।  বিভিন্ন ভাষাভাষী লেখক ও পণ্ডিতগণের লেখাসমৃদ্ধ ভালো মানের বই ও কোর্স অনুবাদ করে তাদের অভিজ্ঞতাকে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কাজে লাগানোওই এর উদ্দেশ্য।  মৌলিক পাণ্ডুলিপি অনুসন্ধান করে উপযুক্ত বই প্রকাশ করা আমাদের অন্যতম লক্ষ্য।

 যোগাযোগ ঠিকানা

পোস্ট বক্স নং ১১০৯৭, উত্তরা ঢাকা ১২৩০
ফোন :৮৯৫৩০৪০, ০১৭১৪২৭৬৫৯১

ই-মেইল : sktrust@motimail.com

অফিস সময় : সকাল ৮:০০ থেকে বিকেল ৪:০০
বন্ধ দিন : শুক্রবার, শনিবার ও সরকারি ছুটি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।