সংক্ষিপ্ত উত্তর:
হ্যাঁ, তাঁর মৃত্যু হয়েছিল। তবে মৃত্যুর তিনদিনের দিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন?
ব্যাখ্যামূলক উত্তর:
মানুষের জন্য জন্ম যেমন সত্য তেমনি মৃত্যুও অবধারিত। এ সত্যকে অতীতে যেমন কেউ লংঘন করতে পারে নি, বর্তমানেও পারছে না এবং ভবিষ্যতেও পারবে না। ইঞ্জিল শরিফে লেখা আছে, প্রত্যেক মানুষের জন্য একবার মৃত্যু তারপরে বিচার নির্ধারিত (ইবরানি ৯:২৭)। আরো লেখা আছে ‘কেননা পাপের বেতন মৃত্যু।’ অর্থাৎ যে প্রাণী পাপ করে সে মরবেই, এটা রূঢ় সত্য। হজরত ঈসা মানুষ হিসেবে জন্ম গ্রহণ করেছিলেন আর মৃত্যু বরণ করাই তার পক্ষে স্বাভাবিক ছিল। এই চরম বাস্তবতা ও সত্যের কশাঘাতকে একমাত্র হজরত ঈসা জয় করেছিলেন; এর কারণ হলো, একমাত্র তিনিই জন্ম থেকে নিষ্পাপ ছিলেন। হজরত ঈসার জন্মের আগে ফেরেশতা কর্তৃক বিবি মরিয়মকে অবিবাহিত অবস্থায় বলা হয়েছিল, ‘পাকরুহ তোমার উপরে আসবেন এবং আল্লাহতা’লার কুদরতির ছায়া তোমার উপরে পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাঁকে ইবনুল্লাহ্ বলা হবে” (ইঞ্জিল শরিফ লূক ১:৩৫)।