সংক্ষিপ্ত উত্তর:
ঈসা মসীহের উপর ঈমান এনে নাজাত লাভ করেছেন এবং নিজে তরিকাবন্দি নিয়েছেন, এমন যে কোন ব্যক্তি তরিকাবন্দি দিতে পারেন।
ব্যাখ্যামূলক উত্তর:
হজরত ঈসা বলেছিলেন, তোমরা সারা দুনিয়াতে যাও, শিক্ষা দাও এবং তরিকাবন্দি দাও। হজরত ঈসা তাঁর উম্মতদের সরাসরি তরিকাবন্দি দিতে বলেছেন। কিন্তু যেহেতু এটি ঈসায়ীদের একটি সামাজিক-ধর্মীয় অনুষ্ঠান সেহেতু সমাজের পরিচালকই সাধারণত তরিকাবন্দি দেন। এছাড়া পরিচারক (খাদেম) বা যাকে কোন সমাজ কর্তৃক দায়িত্ব দেয়া হয়েছে, তেমন ব্যক্তি তরিকাবন্দি দিতে পারেন। তবে স্থান-কাল-পাত্রভেদে এর ব্যতিক্রমও হতে পারে। এমন অনেক জায়গা রয়েছে, যেখানে কোন স্বীকৃত সমাজ নেই কিংবা সমাজের কোন স্বীকৃতি নেই। সেই ক্ষেত্রে ঈমানদারিত্বের বিষয়টি পরিষ্কার থাকলেই যেকোন ঈসায়ী ঈমানদারই তরিকাবন্দি দিতে পারেন।
উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০