সংক্ষিপ্ত উত্তর:
হ্যাঁ, একমাত্র ঈসাই সবশেষে দুনিয়াতে আসবেন।
ব্যাখ্যামূলক উত্তর:
হজরত ঈসা দুনিয়া ছেড়ে চলে যাবার আগে বলেছিলেন, “তোমাদের মন যেন আর অস্থির না হয়। আল্লাহর উপর বিশ্বাস কর, আমার উপরও বিশ্বাস কর। … আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে, আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব; যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পার” (ইঞ্জিল শরিফ ইউহোন্না ১৪:১-৩)। পৃথিবীতে অনেক নবি এসেছেন এবং সবাই একের পর এক পৃথিবীরই আমোঘ নিয়মানুযায়ী মৃত্যু বরণ করেছেন। একমাত্র ব্যতিক্রম হজরত ঈসা। তিনি নিজের গুনাহর কারণে নয়, পৃথিবীর সকল মানুষের গুনাহর কারণে মৃত্যু বরণ করেছেন, কবর থেকে পুনর্জীবিত হয়েছেন, বেহেস্তে চলে গিয়েছেন এবং পুনরায় দুনিয়াতে আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি সবশেষে কিয়ামতের শেষে আবার দুনিয়াতে ফিরে আসবেন। অতএব, তিনিই শেষ নবি।
উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০