উপসংহার

ধর্মীয় প্রশ্ন-উত্তরে আলাপ-আলোচনার ক্ষেত্রে শেষ কথা বলতে কিছু নেই। প্রচলিত আছে, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর’। যে যা বিশ্বাস করে, তার কাছে তাই বড়। কোন কিছুতে যার বিশ্বাস নেই তার কাছে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক না কেন, সে তা কিছুতেই গ্রহণ করবে না। তর্কের খাতিরে তর্ক করা যায়, তাতে দরকারি কিছুই হয় না। তবে অজ্ঞানতার কারণে যে ভুল বিশ্বাসের জন্ম, তার অবসান হওয়া প্রয়োজন। তার জন্য চাই খোলা মন এবং উদার অন্তর। অহংকারী মনোভাব মানুষকে অনেক ভালোকিছু থেকে বঞ্চিত করে। অনেকে ভুল বুঝতে পেরেও অহংকারের বশবর্তী হয়ে, নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নিজের ভুল স্বীকার করে না এবং অপরের ভালোকিছুকে জানতে বা আয়ত্ব করতে চায় না। এতে নিজেরই ক্ষতি হয়। কারণ ভুল বিশ্বাস মানুষকে আপন রাজ্যে মশগুল রাখে এবং ভুল পথে পরিচালনা করে। তার ফল হলো ধ্বংস। তাই আসুন, তর্কের খাতিরে প্রশ্ন নয়, জানার জন্য প্রশ্ন করি, প্রকৃত জ্ঞান লাভের জন্য জিজ্ঞাসা করি এবং তথ্য-উপাত্তের জন্য ধর্মগ্রন্থসমূহ অধ্যয়ন করি। তাহলেই আমরা পরিতৃপ্ত হবো এবং সকল প্রশ্নের উত্তর পাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।