সংক্ষিপ্ত উত্তর:
ঈসায়ী এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হলো ভাষা ও সংস্কৃতিগত।
ব্যাখ্যামূলক উত্তর:
ঈসায়ী এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কী, অনেকে এই প্রশ্নও করেন। অনেকে ঈসায়ী মানে খ্রিস্টান মনে করেন। কিন্তু ঈসায়ী মানে খ্রিস্টান নয়। খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন দল রয়েছে। খ্রিস্টানদের প্রধান দুই দলের মধ্যে প্রটেস্টান এবং রোমান ক্যাথলিক প্রধান। আবার প্রটেস্টানদের মধ্যে বেশ কয়েকটি ভাগ রয়েছে। এই ভাগগুলোর মধ্যে ব্যাপ্টিস্ট, এ্যাংলিকান, লুথারেন ও প্রেসবিটারিয়ান প্রধান। ঈসায়ীরা মূলত এই প্রটেস্টান দলের কোন না কোন ভাগের মধ্যে অন্তর্ভুক্ত। তবে ব্যাপ্টিস্টদের উদারপন্থি মনোভাবের কারণে ঈসায়ীদের বেশির ভাগই এই দলেরই অন্তর্ভুক্ত হয়। তবে ভাষা-সংস্কৃতির প্রতিবন্ধকতার কারণে তারা ঈসায়ী নামে আলাদা জীবন যাপন করে। নিচে ঈসায়ী ও খ্রিস্টানদের মধ্যে সাধারণ পার্থক্যগুলো দেখানো হলো:
ক্রমিক বিষয় প্রটেস্টান ক্যাথলিক
সৃষ্টিকর্তা | এক আল্লাহ বিশ্বাস করে | এক আল্লাহ বিশ্বাস করে | এক আল্লাহ বিশ্বাস করে |
নেতা | হজরত ঈসা | যিশু | বিশপ যিশু/মেরি/পোপ/বিশপ |
ধর্মের নাম | ঈসায়ী | খ্রিস্টধর্ম | রোমান ক্যাথলিক |
ধর্মীয় কিতাব | পুরো কিতাবুল মোকাদ্দস | পবিত্র বাইবেল | বাইবেল + এপোক্রিপা |
পোশাক | বাধা-ধরা নিয়ম নেই | কোন কোন দলে আছে | বিশেষ কাপড় আছে |
খাবার | খাবারটা বড় বিষয় নয় | খাবারটা বড় বিষয় নয় | খাবারে বিধি নিষেধ আছে |
এবাদতখানা | যেকোন নাম | গির্জা / চার্চ/ মণ্ডলী | গির্জা / চার্চ/ মণ্ডলী |
এবাদতের দিক | কোন নির্দিষ্ট দিক নেই | কোন নির্দিষ্ট দিকে মুখ করে না | যিশু ও মেরির মূর্তির দিক |
উপায় | কিতাব পাঠ/ ব্যাখ্যা ও মুনাজাত গান | বাইবেল পাঠ/ব্যাখ্য ও প্রার্থনা/বিশেষ বাণী উচ্চারণ | বিশেষ বাণী উচ্চারণ মন্ত্র পাঠ, ধূপ জ্বালানো, প্রার্থনা / মিসা / দীক্ষাস্থান |
ধর্মকর্ম | কিতাব অনুসারে জীবন যাপন | বাইবেল অনুসারে জীবন | নানা বাহ্যিক নিয়মকানুন পালন করা |
নবিদের বিষয়ে | নবিদের বিশ্বাস করে ভাববাদীদের বিশ্বাস | ভাববাদীদের বিশ্বাস | নবিদের / ক্যানন বহির্ভূত ব্যক্তি |
স্থানীয় নেতা | ইমাম / পালক / পরিচালক | পরিচালক পালক / ফাদার / বিশপ | ব্রাহ্মণ / ঠাকুর / পুরোহিত |
উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০