সংক্ষিপ্ত উত্তর:
ঈসায়ীরা মানুষের রক্তপাতের কথা বলে না, বলে ঈসা মসীহের রক্তপাতের কথা।
ব্যাখ্যামূলক উত্তর:
রক্তেই থাকে শরীরের প্রাণ। এইজন্য রক্তপাত দ্বারা গুনাহর জন্য কাফফারার ব্যবস্থা করা হয়েছিল আগের কিতাবের সময়। আল্লাহ নিজেই এই ব্যবস্থা স্থাপন করেছিলেন। হজরত আদমের গুনাহর ফলে, যখন লজ্জা প্রকাশ পেয়েছিল, তখন আদম-হাওয়া পাতার পোশাক পরেছিলেন কিন্তু আল্লাহ পশুর চামড়া পরিয়ে দিয়ে, প্রমাণ করলেন যে পাপ ঢাকা দেবার জন্য রক্তপাতের প্রয়োজন আছে। পাপ ঢাকা দেবার জন্য আল্লাহ বনি-ইসরাইল জাতিকে নানা রকম কোরবানির ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু পশুর রক্তে মানুষের পাপ ঢাকা যায় না। তাহলে তিনি কেন তা চালু করেছিলেন? পশু কোরবানি ছিল আসল কোরবানির ছায়ামাত্র। পশু কোরবানি দিয়ে আল্লাহ মানুষকে আসল কোরবানির জন্য প্রস্তুত করেছেন। আসল কোরবানি হলেন হজরত ঈসা মসীহ, যিনি স্বেচ্ছায় কোরবানি হয়ে, নিজের রক্ত ঢেলে মানুষের গুনাহর কাফফারা দিয়েছিলেন। হজরত ঈসার রক্ত মানুষকে গুনাহ থেকে নাজাত দেয়।