সংক্ষিপ্ত উত্তর:
না, ঈসায়ীরা ভাগ্য বা নিয়তিতে বিশ্বাস করে না।
ব্যাখ্যামূলক উত্তর:
ভাগ্যে যারা বিশ্বাস করেন, তাদের কথা হলো ভাগ্যে বা অদৃষ্টে যা লেখা আছে তা ঘটবেই, কোনভাবেই তা ফেরানো যাবে না। এর মানে এই যে, মানুষের কী হবে না হবে তা আগেই লেখা আছে। তাতে একজন মানুষ যা-ই করুক না কেন, কোনভাবেই তার ব্যতিক্রম হবে না। এই ধারণা অনুযায়ী মানুষ কাঠের পুতুলের মতো, তার নিজস্বতা বলতে কিছু নেই। পুতুলের মালিক যেমন করে তাকে নাচায় ঠিক তেমনি করে সে নাচে। সে নিজে ইচ্ছা করে কিছু করতে পারে না, তাকে দিয়ে যা করানো হয় কেবল তা করে।
আমরা এরূপ বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, ভাগ্যের নিয়ন্তা হচ্ছেন আল্লাহ স্বয়ং। আল্লাহ সবসময় তাঁর সন্তানদের মঙ্গল কামনা করেন এবং যা তাদের জন্য সবচেয়ে ভালো তাই করে থাকেন। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেন তখন, তিনি তাঁর আপন সুরত ও সিফত দিয়ে সৃষ্টি করেন। এর মানে হলো আল্লাহ মানুষকে তাঁরই মতো ইচ্ছা, আবেগ ও অনুভূতি দিয়ে তৈরি করেন। মানুষ কাঠের পুতুলের মতো নয়, ইচ্ছা করলে সে কোনকিছুু পছন্দ করতে পারে, ভালোমন্দ বেছে নিতে পারে। ভালোকিছু বেছে নিয়ে, তার জন্য ভালো ভবিষ্যত নির্মাণ করতে পারে, আবার খারাপ কিছু পছন্দ করে দুর্ভাগ্য টেনে আনতে পারে।