সংক্ষিপ্ত উত্তর:
না, প্রকৃত ঈসায়ীরা পোপের নির্দেশে জীবন যাপন করে না।
ব্যাখ্যামূলক উত্তর:
আল্লাহর কালাম বলে, ধার্মিক কেউ নেই, একজনও নেই, সকলেই গুনাহ করেছে এবং আল্লাহর গ্রহণযোগ্যতা হারিয়েছে। ঈসায়ী হবার পর অর্থাৎ আল্লাহর দেয়া ধার্মিকতা লাভের পর, ঈসায়ীদের মধ্যে কোন বড় ছোট নেই। তারা সকলেই সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে। কোন পোপ বা কোন ইমামের মধ্যস্থতা নিয়ে ঈসায়ীদের আল্লাহর কাছে যেতে হয় না। আল্লাহর কালাম অনুযায়ী, ঈসায়ীদের মধ্যস্থ একজনই আছেন, তিনি ঈসায়ীদের খোদাবন্দ ঈসা মসীহ। আল্লাহ ব্যতীত একমাত্র তিনিই নিষ্পাপ হিসাবে জন্মেছিলেন। এবং তিনি গুনাহগারদের হয়ে ক্রুশে কাফফারাস্বরূপ মৃত্যু বরণ করেছিলেন।
সামাজিকভাবে ধর্মীয় জীবন যাপন করার জন্য বিশেষ করে আল্লাহর কালাম শিক্ষা দেবার জন্য ঈসায়ীদের মধ্যে ইমাম বা খাদেম থাকলেও তারা তাদের মধ্যস্থ মনে করে না বা কিতাব সেভাবে বর্ণনা করে না। ইমাম সমাজে নৈমিত্তিক শিক্ষা দেবার কাজ করেন এবং রুহানি নিয়ম শৃঙ্খলা মানার ক্ষেত্রে সহযোগিতা করেন। সামাজিক দিক দিয়ে তাঁর ইমাম পদমর্যাদা থাকলেও তিনি কোনভাবে আল্লাহর চোখে সাধারণ ঈমানদারের চেয়ে বেশি কিছু নন।