সংক্ষিপ্ত উত্তর:
কোরান বলে যে মুসলমানদের একটি ধর্মগ্রন্থ আছে ঈসায়ীরা তা বিশ্বাস করে।
ব্যাখ্যামূলক উত্তর:
কোন একজন মুসলমানকে যদি প্রশ্ন করা হয়, “আপনি কি ইঞ্জিল বিশ্বাস করেন?” তিনি নির্দ্বিধায় উত্তর দেন যে তিনি বিশ্বাস করেন। কোরানেই সকল আসমানি কিতাবকে বিশ্বাস করতে বলা হয়েছে। কিন্তু দেখা যায় এই প্রশ্নের উত্তর হ্যাঁ বোধক দিলেও ইঞ্জিল শরিফ তিনি মানেন না। এদিক থেকে যুক্তির খাতিরে, ঈসায়ীরাও বলতে পারে যে, তারাও কোরান বিশ্বাস করে কিন্তু এর আদেশ নিষেধ তারা মানে না। এর আগের প্রশ্নোত্তরে বলা হয়েছে যে কোরানের মধ্যে অনেক সত্য কথা রয়েছে, রয়েছে আগের কিতাব থেকে নানা ঘটনার উল্লেখ। সত্য চিরকালই সত্য, যে সত্য হাজার হাজার বছর আগে হজরত মুসাকে, হজরত দাউদকে, হজরত সোলায়মানকে, হজরত ঈসাকে আল্লাহ দিয়েছেন, তা যদি কোরানে থাকে তা বিশ্বাস না করার কিংবা না মানারও কিছু নেই।
উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০