মসীহ্ সম্বন্ধে আপনি কী চিন্তা করেন?
আপনি যদি মসীহের ব্যক্তিত্বের প্রকৃত ও বাতেনী অস্তিত্বকে হৃদয়ঙ্গম করে থাকেন, তাহলে তা প্রকাশ করুন, আনন্দে পরিপূর্ণ হোন- দেখবেন, আপনার জীবনের সব-কিছু সচল হয়ে উঠেছে, কেননা ঈসা-মসীহ্ সমস্ত জ্ঞান ও বিচক্ষণতার গোপন আধার। তিনি মহিমার সঙ্গে আসবেন। তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, “আমার সম্বন্ধে তুমি কী চিন্তা করেছিলে?”
বিবরণ
জগৎ দ্রুততালে চূড়ান্ত লক্ষ্যপানে ধাবমান্। সকল বস্তুর ধ্বংস অতি নিকটে। প্রত্যেক অনুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তি জানেন যে, ঈসা-মসীহ আল্লাহ-পাকের কাছ থেকে আবার আসছেন। অবিশ্বাসীরা ভয়ে বিচলিত হয়ে যাবে। কারণ, ঈসা-মসীহ্ ও তাঁর প্রকৃত ক্ষমতাকে তারা অবহেলা করেছে।
আপনিও সেই মুহুর্তে অনুভব করবেন যে, আপনার এখনকার ও আখেরাতের জিন্দেগী এই চূড়ান্ত প্রশ্নের উপর নির্ভরশীল: “মসীহের সঙ্গে আপনার সম্পর্ক কী”?
আপনি যদি মসীহের ব্যক্তিত্বের প্রকৃত ও বাতেনী অস্তিত্বকে হৃদয়ঙ্গম করে থাকেন, তাহলে তা প্রকাশ করুন, আনন্দে পরিপূর্ণ হোন- দেখবেন, আপনার জীবনের সব-কিছু সচল হয়ে উঠেছে, কেননা ঈসা-মসীহ্ সমস্ত জ্ঞান ও বিচক্ষণতার গোপন আধার। তিনি মহিমার সঙ্গে আসবেন। তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, “আমার সম্বন্ধে তুমি কী চিন্তা করেছিলে?”
সময় থাকতে আমাদের সঙ্গে তাঁর জীবন সম্বন্ধে ধ্যান করুন- তাহলে আপনি তাঁর রহমৎ ও মহব্বতের মাধ্যমে আপনার হৃদয়ে সান্ত¦না পাবেন এবং আপনার সব সমস্যার সমাধান পাবেন।
ইংরেজি অনুবাদ এখানে পড়া যাবে।
অন্যান্য তথ্য
Digital Availability | |
---|---|
লেখক | |
বাইন্ডিং | |
পৃষ্ঠা | |
প্রকাশক | |
প্রকাশকাল | |
অনুবাদক |
রিভিউ
এখনও কোন রিভিউ নেই।